রবীন্দ্র সরোবরের পথে সুভাষ সরোবর, প্রথমবার বৃক্ষসুমারি শুরু করছে কেএমডিএ

Must read

রবীন্দ্র সরোবরের জীববৈচিত্র্যের পরিসংখ্যান ইতিমধ্যেই রয়েছে। এবার সেই একই পথে হাঁটতে চলেছে পূর্ব কলকাতার বেলেঘাটা অঞ্চলের সুভাষ সরোবর (Subhash Sarovar)। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) এই প্রথমবার সুভাষ সরোবরে বৃক্ষসুমারি করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় ৯৮ একর বিস্তৃত এই অঞ্চলে একটি ৪০ একরের বিশাল জলাশয় এবং সংলগ্ন জলাভূমি রয়েছে। কেএমডিএ-র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “রবীন্দ্র সরোবরের উদ্ভিদ ও প্রাণীজগতের একটি আনুমানিক হিসাব আমাদের কাছে থাকলেও সুভাষ সরোবরের (Subhash Sarovar) ক্ষেত্রে এমন কোনো সমীক্ষা এর আগে হয়নি। তাই আমরা বেলেঘাটার এই জলাশয়টিতে গাছের গণনা করার সিদ্ধান্ত নিয়েছি। প্রক্রিয়া শুরু করার জন্য শীঘ্রই পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের সঙ্গে একটি বৈঠক করা হবে।”

নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত এই কৃত্রিম হ্রদটি প্রাতঃভ্রমণকারী, দৌড়বিদ এবং প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এলাকাটি সবুজে ঘেরা এবং এখানে নানা প্রজাতির উদ্ভিদের সমাহার দেখা যায়। শুধু তাই নয়, এই চত্বরে একটি ক্রিকেট একাডেমি, একটি সুইমিং পুল এবং কেএমডিএ-র প্রশাসনিক ভবনও রয়েছে, যেটির বর্তমানে সংস্কারের কাজ চলছে। অ্যাংলার্স সোসাইটির তত্ত্বাবধানে এই সরোবরে মাছ ধরার ব্যবস্থা রয়েছে, তবে একটি নির্দিষ্ট ফির বিনিময়ে। শর্ত একটাই—মাছ ধরার পর সেটিকে পুনরায় জলেই ছেড়ে দিতে হয়।

আরও পড়ুন-বালাসনে সেতুর কাজ শেষের পথে, দুধিয়া-মিরিক সড়ক শীঘ্রই খুলবে

তুলনামূলকভাবে, পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের সাম্প্রতিক এক সমীক্ষায় রবীন্দ্র সরোবরে ৭,৯০০টি গাছ গণন করা হয়েছিল। সেখানকার জলজ ও অর্ধ-জলজ উদ্ভিদের মধ্যে ২৫টি পরিবারের অন্তর্গত মোট ৩৫টি প্রজাতি পাওয়া গেছে। এছাড়া স্থলভাগের উদ্ভিদের মধ্যে ৩৯৩ প্রজাতির গুপ্তবীজী , ৩ প্রজাতির ব্যক্তবীজী এবং ২ প্রজাতির টেরিডোফাইট উদ্ভিদ রয়েছে। কেএমডিএ আশা করছে, সুভাষ সরোবরের সমীক্ষাতেও এইরকমই সমৃদ্ধ জীববৈচিত্র্যের সন্ধান মিলবে।

উল্লেখ্য, রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর—উভয় জলাশয়ই জাতীয় পরিবেশ আদালতের কড়া নজরে রয়েছে। পরিবেশের অবক্ষয় রোধ করতে এই দুটি স্থানেই ছট পুজো পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ আদালত। যদিও ২০১৮ সালে, সেই নিষেধাজ্ঞা অমান্য করেই হাজার হাজার পুণ্যার্থী উভয় হ্রদেই ছট পুজোর রীতিনীতি পালন করেছিলেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

Latest article