প্রতিবেদন : ২২ মার্চ প্রথম ম্যাচে তারা খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। ঘরের মাঠে সেই ম্যাচের দশ দিন আগে, বুধবার আইপিএল প্রস্তুতি শুরু করল কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া ক্রিকেটাররা ছাড়া প্রায় সবাই এদিন ইডেনে হাজির ছিলেন।
সুনীল নারিন, মেন্টর ডোয়েন ব্র্যাভো, সহকারী কোচ ওটিস গিবসন, আন্দ্রে রাসেলরা বুধবার সকালে শহরে পৌঁছে বিকেলে দলের সঙ্গে ইডেনে আসেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, অধিনায়ক অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, কুইন্টন ডি’কক, আন্দ্রে নরখিয়ারা আগের দিনই শহরে চলে এসেছিলেন। রামনদীপ সিং আসেন সোমবার।
আরও পড়ুন-ঘাটালের পর মালদহ-মুর্শিদাবাদে ভাঙনরোধে মাস্টার প্ল্যান, বিধানসভায় জানালেন সেচমন্ত্রী
প্রথম দিন উইকেটে পুজো দিয়ে প্রস্তুতি শুরু হয় কেকেআরের। ফুল, নারকেল-সহ পুজোর সব উপাচারই যেমন মাঠে ছিল, তেমনই পুজোর সমস্ত নিয়ম নিষ্ঠাভরে পালন করেন ক্রিকেটাররাও। অধিনায়ক রাহানে, কোচ পন্ডিতকে উইকেটের সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পুজোর সময়।
কেকেআর গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার দলের মেন্টর বদল হয়েছে। গম্ভীরের জায়গায় এসেছেন ব্র্যাভো। বদল হয়েছে অধিনায়কেরও। শ্রেয়স আইয়ারের স্থান নিয়েছেন অজিঙ্ক রাহানে। কেকেআর কোচ পণ্ডিত ঠান্ডা মাথার রাহানের খুব প্রশংসা করেছেন।
আরও পড়ুন-ব্যর্থ সেলিস, দশজনে লড়েও বিদায় ইস্টবেঙ্গলের
প্রায় পুরো দল নিয়ে ইডেনে এদিন পাশাপাশি অনেকগুলি নেটে প্রস্তুতি সেরেছেন নাইটরা। তবে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, স্পেনসার জনসন ও আফগান উইকেট রক্ষক গুরবাজ আসবেন কয়েকদিন পর। এরা সবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন।
আগের দিন পন্ডিত বলেছেন, ঘরের মাঠে ফিরতে পেরে তিনি খুশি। এবার কয়েকটি সপ্তাহ সবাই মিলে আনন্দে কাটবে। তিনি বলেন, গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেই ছন্দ এবারও ধরে রাখতে চাই। দলের প্রত্যেকের মধ্যে ট্রফি জেতার খিদে রয়েছে। নাইটরা অবশ্য আইপিএলের শুরুতে উমরান মালিককে পাচ্ছে না। চোট নিয়ে তিনি এনসিএতে রয়েছেন। দিন পনেরো আগে তাঁর স্ক্যান হয়েছে।