প্রতিবেদন : ইডেনে ২২ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের আগে ক্যাপ্টেন্স ফটোশ্যুট হচ্ছে না। বরাবর ক্যাপ্টেন্স ফটোশ্যুট উদ্বোধনী ম্যাচের দিন হলেও এবার তা হবে বৃহস্পতিবার, ২০ মার্চ মুম্বইয়ের তাজ হোটেলে।
আইপিএলের আগে ক্যাপ্টেন্স মিট বাধ্যতামূলক। বৃহস্পতিবার এই মিট হবে মুম্বইয়ে। অধিনায়কদের সঙ্গে দশটি ফ্র্যাঞ্চাইজির ম্যানেজাররাও থাকবেন বলে খবর। তাদেরও ডাকা হয়েছে। এই মিটিং অবশ্য হবে বিসিসিআই অফিসে। মিটিংয়ের সময়সীমাও নির্ধারিত রয়েছে। এই মিটিং হবে এক ঘন্টার।
বৃহস্পতিবার মুম্বইয়ে আইপিএল স্পনসরদেরও অনুষ্ঠান রয়েছে। যা হবে তাজ হোটেলে। সেখানেই হবে অধিনায়কদের ফটোশ্যুট। দশ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কদের নাম ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। এঁরা হলেন, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, প্যাট কামিন্স, ঋতুরাজ গায়কোয়াড়, রজত পাতিদার, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, অজিঙ্ক রাহানে ও শুভমন গিল।
আরও পড়ুন-সেদিন খুব বড় ভুল করেছিলাম : ধোনি
এদিকে, ইডেনে আইপিএল উদ্বোধনে কারা পারফর্ম করবেন সেটা এখনও পরিষ্কার নয়। শোনা যাচ্ছে অনেকের নাম। বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর ও অরিজিৎ সিংয়ের নামও শোনা যাচ্ছে। আরও কয়েকজন বলিউডের তারকাও থাকতে পারেন বলে খবর। সিএবি কর্তারা দাবি করছেন, আধ ঘন্টার জমজমাট অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকতে হবে দর্শকদের। কেকেআর মালিক শাহরুখ খান প্রথম ম্যাচে ইডেনে থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে।
সোমবার ইডেনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলেছে নাইটরা। তার ফাঁকে উমরান মালিকের পরিবর্ত হিসাবে আসা চেতন সাকারিয়া বলছিলেন, খুব খুশি হয়েছি নাইট সংসারে ফিরতে পেরে। গতবার তিনি এই দলে ছিলেন। কিন্তু কেকেআর তাঁকে প্রথমে না নিলেও আইপিএলের নতুন নিয়মে সাকারিয়া ৭৫ লাখে কেকেআরে এসেছেন। তিনি বলছিলেন, কেকেআর আমার উপর ভরসা রেখেছে। এই দলের এনার্জি অসাধারণ। আমার কাছে এটা নতুন সুযোগ। যা কাজে লাগাতে চাই।
এদিকে, এদিনের প্রস্তুতি ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার ২১ বলে ৪৬ রান করেছেন। মারমুখী ব্যাটিং করেন রিঙ্কু সিং, রোভমান পাওয়েলও। তবে একটা ইনিংস শেষ হয়ে যাওয়ার পরই বৃষ্টি শুরু হয়। ফলে আর খেলা হয়নি। এদিনই দলের প্রস্তুতি ম্যাচে যোগ দিলেন স্পেনসার জনসন। তবে দুটি প্রস্তুতি ম্যাচে রাহানে রান না পাওয়ায় চিন্তা শিবিরে। দুই ম্যাচে অধিনায়কের রান ১৩ ও ১১। তাঁকে ছন্দে দেখতে চায় দল।