প্রতিবেদন : একবালপুর এবং চেতলায় জোড়া জনসভা বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কখনও কটাক্ষ, কখনও আক্রমণাত্মক, আবার কখনও স্মৃতিচারণে নেত্রী। একদিকে নেত্রীর ঘোষণা, খেলা হবে, দিল্লিও দখল হবে। আবার অন্যদিকে বলেছেন, ৩৪ বছরের বাম রাজত্ব শেষ করেছি। এবার বিজেপিকেও দেশ ছাড়া করব। এক নজরে দুই সভায় নেত্রী যা বললেন—
* অভিষেককে রুখতে ত্রিপুরায় ১৪৪ ধারা বিজেপির।
* নন্দীগ্রামে আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়।
* পেট্রোলিয়াম মন্ত্রীকে জিজ্ঞাসা করুন, গ্যাসের দাম কবে কমবে।
* দেশকে তালিবানি শাসনের হাতে তুলে দেবেন না।
* ওদের লক্ষ্য ভোট বানচাল, আমার লক্ষ্য নির্বাচন।
* বাংলায় খেলা হয়েছে, এবার খেলা হবে ত্রিপুরা, অসম, গোয়া, উত্তরপ্রদেশ সব জায়গায়।
* ৩০ বছরে এত বৃষ্টি হয়নি। কবিতীর্থে পাম্পিং স্টেশন এবছর হবে, আরও দুটি হচ্ছে।
* বাংলা জুড়ে ৩ লক্ষ পুকুর কাটা হয়েছে।
* কোনও অবস্থাতেই সিএএ-এনআরসি হবে না।
* উত্তরপ্রদেশ কোভিড মৃতদের দেহ নদীতে ফেলেছে আমরা সেই দেহ তুলে সম্মান জানিয়ে অন্ত্যেষ্টি করেছি। এটাই বাংলার কৃষ্টি-সংস্কৃতি।
* ভবানীপুরে জিতে মন্ত্রী হওয়া আমার ভাগ্যে ছিল।
* গত দু’বার এখান থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছি।
* নন্দীগ্রামে যেভাবে হারানো হয়েছে তা প্রকাশ্যে এলে ভয় পাবেন, মামলা চলছে।
* সকলকে ভোট দিতে হবে। সবার ভোট মূল্যবান।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…