প্রতিবেদন : বিপ্লবী নেতার কাণ্ড দেখুন! তিনি আবার জাস্টিস চান! আরজি কর-কাণ্ডে ডাক্তারি-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচার চেয়ে পথে নেমেছিলেন কৃষ্ণনগরের এই জাস্টিস চাই নেতা। তিনিই এখন মহিলাদের কুপ্রস্তাব দিয়ে ধরা পড়েছেন। একাধিকবার একই ঘটনা ঘটিয়ে তিনি করজোড়ে ক্ষমাপ্রার্থনা করছেন! এই হচ্ছে বিপ্লবী নেতার চরিত্র।
আরও পড়ুন-উদ্যোগী বাংলা পক্ষ, চালু তিলোত্তমা টোটো স্ট্যান্ড
সম্প্রতি আরজি করের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে একদল প্রতিবাদী হয়েছেন। নারী নির্যাতনের ঘটনায় তাঁরা বিচার চান। মহিলাদের নিরাপত্তার দাবিতে তাঁরা রাস্তায় নামলেও, নিজেরাও য়ে একই দোষে দুষ্ট, তা কেউ ভাবেন না। মহিলাকে কুপ্রস্তাব দিয়ে এদিন হাতেনাতে পাকড়াও হয়ে কৃষ্ণনগরের জাস্টিস চাই নেতা বলছেন, আমাকে ক্ষমা করে দিন। যাঁদের কুপ্রস্তাব দিয়েছেন, তাঁদের উদ্দেশে ওই বিপ্লবী বলেন, আমাকে সবাই ক্ষমা করে দিন। আর এমন ভুল হবে না। কিন্তু শুধু তো একবার নয়, একাধিক মহিলাকে কুপ্রস্তাব দিয়েছেন তিনি, নিজে মুখেই তা স্বীকার করেছেন।
এই ঘটনায় প্রতিবাদীদের মুখ পুড়েছে বলে অন্য প্রতিবাদীরাই দাবি করেছেন। এই অসৎ চরিত্রের মানুষের কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁরা। ওই জাস্টিস চাই নেতা ক্ষমাপ্রার্থী হলে, অন্য প্রতিবাদীরা বলেন, আমরা তাহলে একটা করে থাপ্পড় মেরে বলি আমাদের ক্ষমা করে দেবেন। ধরা পড়ে বেজার মুখে ‘বিপ্লবী’ নেতা বলেন, আর এমন ভুল হবে না।