প্রতিবেদন : আজ শুরু হচ্ছে ‘কবিতা উৎসব ২০২৪’ (Kobita Utsav)। বিকেলে রবীন্দ্রসদন প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে উৎসবের (Kobita Utsav) উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রধান অতিথি মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বিশেষ অতিথি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি কবি সুবোধ সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান করা হবে কয়েকটি পুরস্কার ও সম্মাননা। ৪-৬ জানুয়ারি, তিনদিন রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, বাংলা আকাদেমি সভাঘর, রাজ্য চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চ, নন্দন, অবনীন্দ্র সভাঘর এবং একতারা মুক্তমঞ্চে কবিতাপাঠ, আবৃত্তি ও আলোচনায় অংশ নেবেন রাজ্যের ৭০০ প্রবীণ-নবীন কবি ও বাচিক শিল্পীরা।