ফের পদ্মের ইন্ধনে বন্ধ হল চা-বাগান

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : ২০২১-এ একবার অচলাবস্থা তৈরি হয়েছিল পূর্ব ডুয়ার্সের কোহিনূর চা-বাগানে (Kohinoor Tea Garden)। সেই সময় রাজ্য সরকারের হস্তক্ষেপে মিটে যায় সমস্যা। মঙ্গলবার একবার ফের বিজেপির ইন্ধনে শ্রমিকদের পাওনা না মিটিয়ে রাতের অন্ধকারে বাগান ছেড়ে পালিয়ে গেল কোহিনূর চা-বাগানের পরিচালন কর্তৃপক্ষ। এই ঘটনায় অথৈ জলে পড়ল প্রায় হাজারখানেক চা-শ্রমিকদের ভবিষ্যৎ। বিজেপির এই ঘৃণ্য চক্রান্তের জবাব দিতে ও শ্রমিকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে কোহিনুর চা-বাগানের (Kohinoor Tea Garden) মালিক বদলের দাবি রেখেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের বক্তব্য এর আগেও এই বাগান মালিক বাগানে সমস্যা সৃষ্টি করেছিল, যদিও জেলা প্রশাসনের হস্তক্ষেপ সেই সমস্যা তখন মিটে যায়। এই বাগান মালিকের বিরুদ্ধে শ্রমিকদের পিএফ ঠিকমতো জমা না করা, মাসিক মজুরি ঠিক মতো না দেওয়ার অভিযোগ করেছেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ যখনই শীত পড়তে শুরু করে, বাগানে পাতা উৎপাদন কমতে থাকে ঠিক তখনই এই মালিক নানান উপায়ে শ্রমিকদের বঞ্চিত করার অপচেষ্টা করে।

আরও পড়ুন-বেইমান মুক্তির ডাক দিয়ে সভায় উপচে পড়া ভিড়

Latest article