ট্রামের ঐতিহ্য সফর থেকে যাবে শহরে

Must read

প্রতিবেদন : ট্রাম (Kolkata Tram) কি বন্ধ হয়ে গিয়েছে? বুধবারের চিত্র বলছে মোটেই না। এদিনও গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড, শ্যামবাজার থেকে ধর্মতলা ট্রাম ছুটেছে। সরকার পুরোপুরি ট্রাম বন্ধের কথা ঘোষণা না করলেও একটি অপপ্রচার শুরু হয়ে গিয়েছে। সে নিয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বুধবার বলেন, সরকার পুরো ট্রাম (Kolkata Tram) তুলে দিতে চাইছে না। হেরিটেজ হিসেবে ট্রাম থাকছে। আদালত কী রায় দেয় সে দিকে তাকিয়ে রয়েছি। ট্রাম চালানো নিয়ে সুবিধা-অসুবিধার কথা রাজ্য, পুলিশ, কলকাতা পুরসভা তাদের মতামত জানিয়েছে। আদালতই শেষ সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন- বেঙ্গালুরুকাণ্ড: রহস্যমৃত্যু সন্দেহভাজনের

Latest article