রাজ্যের উদ্যোগে ৭ দিনই চলবে কলকাতা-কোচবিহার বিমান

তার জন্য প্রয়োজন কম করে প্রায় ১৪০০ থেকে ১৫০০ মিটারের রানওয়ে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তার থেকেও বড় রানওয়ে তৈরি হবে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : গড়িমসি করছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের উদ্যোগে সপ্তাহের ৭ দিনই চলবে কলকাতা-কোচবিহার বিমান৷ এতদিন সপ্তাহে ছ’দিন এই বিমান চলাচল করত৷ রবিবার বন্ধ ছিল উড়ান পরিষেবা৷ তবে যাত্রীদের চাহিদা বুঝে সপ্তাহের প্রতিদিন বিমান চালাতে সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা৷ কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, চলতি মাস থেকেই প্রতিদিন বিমান চলাচল করবে বলে জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি। ফেব্রুয়ারিতে বিমান পরিষেবা চালু হওয়ার সময় সপ্তাহের পাঁচদিন চলত বিমান।

আরও পড়ুন-নবনিযুক্ত উপাচার্যদের স্বীকৃতি নয় ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

২২ এপ্রিল থেকে সপ্তাহে ছ’দিন চলছিল বিমানটি। কোচবিহারে মরাতোর্সা নদীর উপর দিয়ে বিমান চলাচলের জন্য রানওয়ে তৈরির কাজ শুরু করেছিল রাজ্য সরকার। ৭২ আসনের বিমান চালাতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে একাধিকবার। তার জন্য প্রয়োজন কম করে প্রায় ১৪০০ থেকে ১৫০০ মিটারের রানওয়ে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তার থেকেও বড় রানওয়ে তৈরি হবে। সব মিলিয়ে ১৭০০ মিটার রানওয়ে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে রানওয়ে বাড়তে পারে প্রায়  ৬৩১ মিটার। নদীর উপর রানওয়ে থাকবে ৫৫ মিটার, চওড়া হবে প্রায় ৪০ মিটার। এরই মাঝে  ছোট রানওয়েতে ৯ আসনের বিমান পরিষেবা চালু হয়েছে।

Latest article