বড় ব্যবসায়ী থেকে শুরু করে শহরে অনেক উচ্চ মধ্যবিত্তরা ঠিক সময়ে করের টাকা দেয় না। এবার বকেয়া ও ন্যায্য সম্পত্তি কর আদায় করার ক্ষেত্রে কড়া মনোভাব নিতে চলেছে কলকাতা পুরসভা। পুজোর আগেই সম্পত্তি কর আদায়ে তৎপর হয়েছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তিও অর্থাৎ বাড়ি বা আবাসনের করও ঠিকঠাক জমা পড়ছে না।
এমন সময় মতো ও ন্যায্য করের টাকা না দেওয়ায় এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত মালিকানাধীন ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর বাকি থাকলে
ধরানো হবে আইনি নোটিশ। তাতেও কাজ না হলে তালা ঝুলিয়ে দেওয়া হবে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে।
আরও পড়ুন-স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে রাজ্যের হুঁশিয়ারি, নড়েচড়ে বসল ব্যাঙ্কগুলি
জানা যাচ্ছে, বিভিন্ন খাতে বিপুল ব্যায় হচ্ছে পুরসভার। কিন্তু করের টাকা আদায় করা যাচ্ছে না। তাই পুজোর আগেই বকেয়া সম্পত্তি কর থেকে ৮০ কোটি টাকা তোলার টার্গেট নিয়েছে পুর কর্তৃপক্ষ। সেই মতো কর ও রাজস্ব বিভাগের বিভাগীয় আধিকারিকরা ঝাঁপিয়েছেন।
পুরসভা সূত্রে খবর, আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বকেয়া কর আদায় অভিযান। যাঁদের অতিরিক্ত কর বাকি আছে, ইতিমধ্যেই তাঁদের ফোন করে ও চিঠি পাঠিয়ে সতর্ক করা হয়েছে। প্রতিদিন অন্তত একটি কিংবা দু’টি করে ওয়ার্ড টার্গেট নিয়ে এগোবে পুরসভা।