কোভিডবিধি মেনে উৎসবে মাতল মহানগরী

নিউ মার্কেট চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু কোভিড ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ ছিল প্রশাসন।

Must read

প্রতিবেদন: দরজায় কড়া নারছে ওমিক্রন। আতঙ্ক দূরে সরিয়ে কোভিডবিধি মেনে উৎসবে মাতলেন শহরবাসী। আলোয় আলোয় সেজে ওঠে শহরের রাস্তা। গড়ের মাঠ থেকে চিড়িয়াখানা— উৎসবের দিনে ফুরে ফুরে মেজাজে দেখা গেল শহরবাসীকে। সকাল থেকেই চার্চে চার্চে শুরু হয় প্রার্থনা। করোনা থেকে মুক্তি পেতে সকলে প্রার্থনার সুরে গলা মেলান সেন্ট পলস ক্যাথড্রাল চার্চে।

আরও পড়ুন-জানুয়ারিতে পুর-অধিবেশন

পার্ক স্ট্রিট, বোব্যারাকে উৎসবে মাতেন আট থেকে আশি। করোনার কারণে গত দু’বছর প্রায় গৃহবন্দি ছিলেন মানুষ। এবার সতর্কবিধি মেনে উৎসবের রোদ গায়ে মাখলেন শহর থেকে রাজ্যবাসী। সকালে চিড়িয়াখানা আর বেলা বাড়তেই পার্ক স্ট্রিট, অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানে শামিল হন তাঁরা। বাবা-মায়ের হাত ধরে বেড়িয়ে পড়ে ছোট্ট সান্তারা। ছুটির দিনে পরিবার, বন্ধুদের সঙ্গে নিয়ে টুক করে পিকনিকও সেরে ফেলেন কেউ কেউ। উৎসবের দিনে বান্ধবীর হাত ধরে প্রিন্সেপ ঘাটে নৌকাবিহারেও দেখা গেল যুগলদের।

আরও পড়ুন-কাঁথিতে কলেজ পড়ুয়াদের CRPF দিয়ে মার খাওয়ানোয় প্ররোচনা শুভেন্দুর ভাই দিব্যেন্দুর

শুধু শহরের রাস্তা কিংবা রেস্তরাঁয় নয়, বাড়ির ছাদেও চলে সেলিব্রেশন। যাঁরা করোনা পরিস্থিতিতে ভিড় এড়িয়ে বা়ড়িতে ছিলেন, উৎসব করেন তাঁরাও। নিউ মার্কেট চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু কোভিড ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ ছিল প্রশাসন।

Latest article