প্রতিবেদন: এবার থেকে প্রতিদিন চলবে কলকাতা-ঢাকা বাস (Kolkata- Dhaka Bus Service) । এই পরিষেবা শুরু হওয়ায় খুশির হাওয়া দুই বাংলার যাত্রীমহলে। এই পরিষেবা আনুষ্ঠানিক ভাবে শুরু করে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আপাতত বেসরকারি দুটি পরিবহণ সংস্থার সঙ্গে কথা আমাদের কথা হয়েছে। তাঁদের এই পরিষেবা (Kolkata- Dhaka Bus Service) চালানোর অনুমতি দেওয়া হয়েছে। সরকার চায়, দুই বাংলার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও নিয়মিত হোক। চাহিদা বুঝে আগামীতে কলকাতা-ঢাকা রুটে আরও বাস চলবে।