বেশি কলকাতায়

কেন্দ্রীয় মাইক্রো, স্মল ও মিডিয়াম শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা জানালেন, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ক্ষুদ্র এবং মাঝারি সংস্থা রয়েছে কলকাতাতেই

Must read

কেন্দ্রীয় মাইক্রো, স্মল ও মিডিয়াম শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা জানালেন, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ক্ষুদ্র এবং মাঝারি সংস্থা রয়েছে কলকাতাতেই। তৃণমূলের রাজ্যসভার সাংসদ আবিরঞ্জন বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে মাইক্রো সংস্থার সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ৮৪৮টি, স্মল সংস্থার সংখ্যা ২০ হাজার ৬৫ এবং মিডিয়াম বা মাঝারি সংস্থার সংখ্যা ১ হাজার ৮৫২। তার মধ্যে কলকাতায় মাইক্রো ৫২ হাজার ৩১৮, স্মল ৭ হাজার ৪২১ এবং মিডিয়াম সংস্থার সংখ্যা ১০২টি।

আরও পড়ুন-এমআইএস: দেশের শীর্ষে বাংলাই

দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতা সংলগ্ন এই জেলায় মাইক্রো, স্মল এবং মিডিয়াম সংস্থার সংখ্যা ৪৯ হাজার ১০৬, ১ হাজার ৬১২ এবং ১২৩টি।

Latest article