ভ্রমণের জন্য আদর্শ। উন্নয়নে সেরা। দূষণমুক্ত পরিবেশেও বিশ্বে সেরা। শহর কলকাতার (Kolkata) সেরার শিরোপা অর্জনে অভিনন্দন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে এই শিরোপা অব্যাহত রাখতে নাগরিকদের আহ্বান জানান তিনি।
সম্প্রতি ট্রাভেল প্লাস লিজার ম্যাগাজিনের সমীক্ষায় ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় ১৯ নম্বরে কলকাতা। স্যাভিলস গ্রোথ হাবস ইন্ডেক্সের সমীক্ষায় দ্রুত উন্নয়নে বিশ্বে একাদশ স্থানে কল্লোলিনী। আবার আইআইটি দিল্লির গবেষণায় বিশ্বের বিশুদ্ধ মুক্ত বায়ুর শহর হিসাবে কলকাতার স্থান বিশ্বে দ্বিতীয়।
আরও পড়ুন- ৮ দফা দাবিতে এবার মুখ্যসচিবকে চিঠি জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনের
এই পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন, “কলকাতা (Kolkata) বাস্তবেই অগ্রগতির পথ প্রদর্শক হিসাবে উজ্জ্বল। এই শহরের যাত্রা প্রতিফলিত করে কীভাবে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা সহাবস্থান করে এবং উন্নয়ন কীভাবে পরিবেশ রক্ষার সঙ্গে হাতে হাত রেখে চলে। প্রত্যেক কলকাতাবাসীর অঙ্গীকার ও দৃঢ়তা ছাড়া এই পরিচিতি পাওয়া সম্ভব হত না।”
তবে এখানেই শেষ নয়। শহরকে এভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানান, “আমরা সকলে মিলে এমন একটি শহর গঠন করছি যা ঐতিহ্যের সম্মান করে, উন্নয়নের সঙ্গে অগ্রগতি বজায় রাখে এবং পরিবেশেরও খেয়াল রাখে। আসুন সকলে আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং আরও বেশি সমৃদ্ধ কলকাতার সফর করি।”