প্রতিবেদন: রাজধানী দিল্লির তুলনায় কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অনেক ভাল, তা রাজ্যসভায় রীতিমতো তথ্য-পরিসংখ্যান দিয়ে তুলে ধরলেন আপ সাংসদ সঞ্জয় সিং। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, দিল্লিতে বিজেপি সরকার থাকা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুলিশ সেখানে কত অপদার্থ। বাংলার বিরুদ্ধে মোদির দলের মিথ্যাচারের বিরুদ্ধে সরব হন তিনি। কলকাতায় (Kolkata) নিরাপত্তার ছবি তুলে ধরে তিনি মন্তব্য করেন, দেশের অপরাধের মূলকেন্দ্রই এখন দিল্লি। বাংলার বিরুদ্ধে গেরুয়া শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের কোনও সাংসদের এভাবে গর্জে ওঠা সম্ভবত এই প্রথম। দেশের রাজধানী দিল্লিতেই বসে থাকেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী-সহ হেভিওয়েট সব কেন্দ্রীয় মন্ত্রীরা৷ দিল্লি পুলিশের প্রত্যক্ষ নিয়ন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ তারপরেও রাজধানী দিল্লি দিনে দিনেই দেশের ‘ক্রাইম ক্যাপিটাল’ হয়ে উঠছে৷ এই কঠিন সত্যটি স্বীকার করতে চায় না বিজেপি এবং মোদি সরকার৷ শুক্রবার এই ইস্যু তুলেই রাজ্যসভায় মোদি সরকারের মুখোশ খুলে দিয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং৷ রাজ্যসভায় স্বরাষ্ট্র বিষয়ক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এদিন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন সঞ্জয় সিং৷ এই প্রসঙ্গেই তুলে ধরেন কলকাতা শহরের নিরাপত্তার ছবিকে৷ তাঁর কথায়, আপনারা বারবারই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন কলকাতার (Kolkata) অপরাধের পরিসংখ্যানের কথা বলে৷ কিন্তু সরকারি তথ্য কী বলছে দেখুন৷ ২০২০ সালে কলকাতায় খুন হয়েছে ৫৩টি, ২০২১ সালে ৪৫টি, ২০২২ সালে ৩৪টি৷ উল্টোদিকে দিল্লির ছবি দেখুন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে থাকা দিল্লিতে ২০২০ সালে ৪৬১, ২০২১ সালে ৪৫৪ এবং ২০২২ সালে ৫০১টি খুন হয়েছে৷ এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে সঞ্জয় সিং বলেন, দিল্লি আজ দেশের অপরাধের মূল কেন্দ্র হয়ে উঠেছে৷
আরও পড়ুন-বিভ্রান্ত গদ্দার, ২৪ ঘণ্টায় লক্ষ্যমাত্রা কমে ১৫০! ২৬-এ ফল হবে মাইনাস