কলকাতাই পছন্দের শহর বললেন ইনফোসিস কর্তা

এটি সমগ্র দেশের সবচেয়ে সংস্কৃতিপূর্ণ স্থান। রবিবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের শতবর্ষ উদযাপনে এমনটাই জানান ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি

Must read

প্রতিবেদন: কলকাতা তাঁর বরাবরই পছন্দের জায়গা। এটি সমগ্র দেশের সবচেয়ে সংস্কৃতিপূর্ণ স্থান। রবিবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের শতবর্ষ উদযাপনে এমনটাই জানান ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি। তিনি বলেন, আমি যখন কলকাতার কথা ভাবি, তখন আমি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, সুভাষচন্দ্র বসু, অমর্ত্য সেন এবং অন্যান্য ব্যক্তিত্বের কথা মনে করি।

আরও পড়ুন-বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফার সাড়ে ৬,৫৬৩ কোটি বরাদ্দ নবান্নর

এদিন তিনি বলেন, খরচ কমানোর ক্ষেত্রে, রাজস্ব বৃদ্ধি করতে প্রযুক্তির অনেক মূল্য আছে। প্রযুক্তির মাধ্যমে এমন কিছু কাজ করা যায় যা হয়তো বেশিরভাগ মানুষই সাধারণ ভাবে উপলব্ধি করতে পারে না। টেকনোলজি একটা বড় লেভেলার। এদিন মূলত তিনি নব প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন, আমাদের আরও কঠোর পরিশ্রম করে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে। তাঁর কথায়, কোনও প্রতিষ্ঠানের দীর্ঘায়ু নির্ভর করে তার সফলতার উপর।

Latest article