নিরাপদতম শহর কলকাতা, বলছে কেন্দ্রের রিপোর্টই

Must read

প্রতিবেদন : দেশের মধ্যে কলকাতাই (Safest City Kolkata) সব থেকে নিরাপদ শহর। কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জানবাজারে এবং শেক্সপিয়ার সরণি থানার সামনে কালী পুজোর উদ্বোধনে গিয়ে তিনি বলেন, এখানে কোনও ঘটনা ঘটলেও আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। আপনারা জানেন একটি ঘটনা ঘটেছে অ্যাকশন হয়েছে। বিজেপি এটাতে রাজনীতি করছে। মেয়েটির বাবা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে। অথচ এরা বলছে এখান থেকে মেয়েকে নিয়ে চলে যান। বাংলা সেফ নয়! এই রাজনীতি করছে। বিজেপি ধর্মের নামে অধর্মের রাজনীতি করছে। আমরা বাংলায় সকলকে নিয়ে চলি। এখানে ধর্ম যার যার উৎসব সবার। আমি সব ধর্মের অনুষ্ঠানে যাই। তাতে বিজেপির কী! অন্য রাজ্য যখন কোনও ঘটনা ঘটে তখন গদি মিডিয়া দেখতে পায় না। আর এখানে একটা ছোট ঘটনা ঘটলেও বলে বাংলা সেফ নয়! বাংলা কসমোপলিটন সিটি।

আরও পড়ুন-কলকাতা পুলিশের জালে রাজস্থানের তিন দুষ্কৃতী

Latest article