দেশের মধ্যে সবচেয়ে নিরাপদতম শহর হল কলকাতা (safest city kolkata)। এই নিয়ে টানা চতুর্থবার নিরাপদতম শহরের তকমা পেল কলকাতা। গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এনসিআরবি (NCRB) রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে কলকাতায় অপরাধ কমেছে। মহিলাদের উপর আক্রমণ ও হেনস্থার ঘটনাও আগের বছরগুলি থেকে অনেকটাই কম। প্রতি এক লক্ষ জন পিছু কগনিজেবল অফেন্স রেকর্ড করা হয়েছে ৮৩.৯টি। ২০২২ এই সংখ্যাটা ছিল ৮৬.৫ এবং ২০২১ সালে ছিল ১০৩.৫টি। ২০২২ সালে শহর কলকাতার বুকে মহিলাদের উপর হওয়া অপরাধ নথিভুক্তের সংখ্যাটা ছিল ১৮৯০। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ১৭৪৬। পাশাপাশি ২০২২ সালের থেকে ২০২৩-এ কলকাতায় কমেছে ধর্ষণ। এক কথায়, সার্বিকভাবে অপরাধের গ্রাফ নিম্নমুখী মহানগরীতে।
বাংলাকে অপমান করতে যাঁরা ক্রমাগত মিথ্যাচার করেন, ‘এ রাজ্যে আইন-শৃঙ্খলা নেই’, ‘অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই শহর’- মার্কা কথাবার্তা বলে যাঁরা খবরে ভেসে থাকার চেষ্টা করেন, সেই বাংলা বিরোধীদের মুখ কার্যত বন্ধ করে দিয়েছে NCRB-র রিপোর্ট। এখন হাতে মাইক আর চোখে দূরবীন দিয়ে খুঁজেও তাঁদের মন্তব্য মিলছে না। যে পদ্মনেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরোধিতায় মিথ্যাচার করে বেড়ান তাঁরা কি জানেন যে কেন্দ্রীয় সংস্থার রিপোর্টেই প্রকাশিত, খুনের ঘটনার শীর্ষে ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ (UP), দ্বিতীয় স্থানে মোদিবাবুর শরিক নীতিশ কুমারের বিহার। তৃতীয় স্থানে মহারাষ্ট্র। যেখানেই বিজেপি শাসিত রাজ্য, সেখানেই অপরাধ বেড়েছে। আর ঠিক বিপরীত ছবি বাংলার বুকে। শহর কলকাতায় কমেছে নারী অসম্মানের ঘটনা।রাজ্যের শিল্প ও নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) বলেন, “এনসিআরবি’র রিপোর্ট আমাদের দাবি প্রমাণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, অপরাধে শূন্য সহনশীলতা থাকবে। কলকাতার নিরাপত্তা সেই নীতিরই প্রতিফলন।”
আরও পড়ুন-দিঘার জগন্নাথধামের প্রথমবার পুজোয় ৫ দিনে প্রায় ৭ লক্ষ দর্শনার্থীর ভিড়
প্রশাসন এবং নাগরিকদের প্রচেষ্টায় কলকাতা (safest city kolkata) আবার প্রমাণ করল যে এই শহর শুধুমাত্র সাংস্কৃতিক রাজধানী নয়, পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও গোটা দেশের কাছে অন্যতম উদাহরণ কল্লোলিনী তিলোত্তমা। তাই বিরোধীরা যতই কুৎসা অপপ্রচার মিথ্যাচার করুক না কেন বাস্তবের পরিসংখ্যান বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই শহরের বুকে মানুষ নিশ্চিন্তে বসবাস করেন। টানা চতুর্থবার ফের নিরাপদতম শহর কলকাতা।