জাতীয়

দেশের নিরাপদতম শহর কলকাতাই, এনসিআরবির রিপোর্ট প্রকাশ করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

প্রতিবেদন : দেশের সেরা বাংলা। এবার দেশের নিরাপদতম শহরের (Kolkata- NCRB) মর্যাদা। জানাল কেন্দ্রীয় সরকারই। এনসিআরবি (ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর) রিপোর্ট অনুযায়ী অপরাধ কম ও নারী সুরক্ষায় দেশে ১ নম্বর কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আমলে সবরকম অপরাধ কমার নিরিখে দেশের শীর্ষস্থানে রয়েছে কলকাতা। আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অন্য শহরগুলির থেকে যোজন এগিয়ে কল্লোলিনী। রীতিমতো তথ্য-পরিসংখ্যান দিয়ে তা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এরপর কী বলবে বিরোধীরা! কী বলবে দলবদলু গদ্দার ও তার সহযোগীরা! তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে তাদেরই সরকার।

প্রধানমন্ত্রী যতই মুখে বেটি বাঁচাও বেটি পড়াও বলুন না কেন আদতে তাঁর এই প্রকল্প যে পুরোপুরি ফ্লপ, তা আরও একবার প্রমাণ হল এনসিআরবির রিপোর্ট (Kolkata- NCRB) সামনে আসা মাত্রই। যখন তিন রাজ্যে জেতার আনন্দে আবির ওড়াচ্ছে বিজেপি ঠিক তখনই সামনে এল কেন্দ্রের রিপোর্ট। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথা এনসিআরবির প্রকাশ পাওয়া রিপোর্টে দেখা গিয়েছে নারীদের জন্য সব থেকে অসুরক্ষিত শহরগুলির মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে ৪ শতাংশ। একইসঙ্গে শিশু, তফসিলি, উপজাতিদের উপরেও অত্যাচারের পরিমাণ বেড়েছে। রিপোর্ট বলছে, ২০২০ সালে যেখানে গোটা দেশে ৩,৭১,৫০৩টি অপরাধ হয়েছিল মহিলাদের উপর। সেই পরিসংখ্যান ২০২১ সালে বেড়ে হয় ৪,২৮,২৭৮টি। এরপর ২০২২ সালে আরও ৪ শতাংশ বেড়ে তা হয় ৪,৪৫,২৫৬টি। তবে শুধু মহিলাদের উপর নয়, অত্যাচারের পরিমাণ বেড়েছে শিশু, তফসিলি, উপজাতিদের ক্ষেত্রেও। সেক্ষেত্রে পরিসংখ্যান বলছে, ২০২২ সালে শিশুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে ১,৬২,৪৪৯টি। ২০২১-র তুলনায় ২০২২ সালে ৮.৭ শতাংশ বেড়েছে এই পরিমাণ।

তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ২০২১ সালে দেশে অত্যাচারের ঘটনা ঘটেছিল ৫০,৯০০টি, ২০২২ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫৭, ৫৮২টিতে। যা শতাংশের হিসেবে হয় ১১.১ শতাংশ। এদিকে, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে দিল্লিতে। রাজধানীতে এই অপরাধের সংখ্যা ১,২১২টি। ধর্ষণের ঘটনায় শীর্ষে রয়েছে রাজস্থান। ২০২২ সালে ৫,৩৯৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এরপরেই নাম রয়েছে উত্তরপ্রদেশের। খুনের ঘটনাতেও প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ ও বিহার।

আরও পড়ুন- জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ যেন ঘুঘুর বাসা

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago