আজ কলকাতা লিগের ড্র, ভূমিপুত্র বাড়ানোর অনুরোধ ক্রীড়ামন্ত্রীর

এবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পরামর্শ সত্ত্বেও মাত্র একজন বাড়িয়ে সংখ্যাটা পাঁচ করা হয়। অর্থাৎ মাঠে ৯০ মিনিট পাঁচজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক।

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে গতবার চারজন ভূমিপুত্র খেলানোর নিয়ম ছিল। এবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পরামর্শ সত্ত্বেও মাত্র একজন বাড়িয়ে সংখ্যাটা পাঁচ করা হয়। অর্থাৎ মাঠে ৯০ মিনিট পাঁচজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক। ক্রীড়ামন্ত্রী চেয়েছিলেন, সংখ্যাটা ১১ জনই না হলে অন্তত ৯ জন হোক। কিন্তু আইএফএ পাঁচজন করায় খুশি নন মন্ত্রী। মঙ্গলবার কন্যাশ্রী কাপ ফাইনাল দেখতে এবং চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দিতে এসে আবারও আইএফএ-র কাছে তিনি অনুরোধ করেন ম্যাচে ভূমিপুত্রের সংখ্যা আরও বাড়ানোর জন্য। ক্রীড়ামন্ত্রকের তরফে আইএফএ-র কাছে চিঠিও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস।

আরও পড়ুন-কন্যাশ্রী কাপ জিতে দ্বিমুকুট ইস্টবেঙ্গলের

ক্রীড়ামন্ত্রী আইএফএ-র উদ্দেশে বলেন, ‘কলকাতা লিগে মাত্র পাঁচজন বাংলার ঘরের ছেলে খেলতে পারবে। বাইরের ছেলের আধিক্য বেশি। আমি আইএফএ-কে বলছি, আপনারা আর একবার ভাবুন। আর একবার আলোচনা করুন। বাংলার ফুটবলারদের সংখ্যা বাড়ান। তবেই বাংলার ফুটবল এগোবে। মেয়েদের ফুটবলে উন্নতি হয়েছে। ছেলেদের ফুটবলেও সেটা দরকার। পাঁচজন বাংলার, ছ’জন বাইরের ফুটবলার হতে পারে না। আমি এই বিষয়টা আরও একবার ভাবার জন্য অনুরোধ করব। আমরা চিঠিও দেব আইএফএ-কে।’ আগামী মাসেই শুরু হবে কলকাতা লিগ। বুধবার দক্ষিণ কলকাতার একটি ক্লাবে লিগের ড্র হবে। এই প্রথম আইএফএ অফিসের বাইরে হতে চলেছে ড্র।

Latest article