কলকাতা লিগে আজ সামনে মহামেডান, ডুরান্ড নিয়ে আশায় কিবু

আসন্ন ডুরান্ড কাপে ভাল ফল করার বিষয়ে আশাবাদী কিবু ভিকুনা।

Must read

প্রতিবেদন : আসন্ন ডুরান্ড কাপে ভাল ফল করার বিষয়ে আশাবাদী কিবু ভিকুনা। সোমবার সাংবাদিক বৈঠকে ডায়মন্ড হারবার কোচ বলেন, ডুরান্ডে আমরা কঠিন গ্রুপে পড়েছি। কিন্তু দল ভাল খেলবে, আমি আশাবাদী। তবে লড়াইটা যে কঠিন, তা অস্বীকার করছি না।
ডুরান্ডে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে পড়েছে ডায়মন্ড হারবার। কিবু কোচ হিসাবে সবুজ-মেরুনকে অতীতে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন। পুরনো ক্লাব সম্পর্ক স্প্যানিশ কোচের বক্তব্য, মোহনবাগান ভারতের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব। তবে ফুটবল এগারো জনের খেলা। ওদের বিরুদ্ধে আমরা লড়াই করব।
আই লিগ টু চ্যাম্পিয়ন হয়ে এবছর আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার। কিবু বলছেন, আই লিগে আগেও কোচিং করিয়েছি। মোহনবাগান, ইস্টবেঙ্গল যখন খেলত, তখন ওটাই ছিল ভারতের সেরা লিগ। এখন আইএসএল সেই জায়গা নিয়েছে। কিন্তু আই লিগেও হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবারের আই লিগে ইন্টার কাশী, চার্চিল, গোকুলাম ও রিয়াল কাশ্মীর–এই চারটে দল খেতাবি লড়াইয়ে ছিল। তবে আমরাও নিজেদের সেরাটা দেব।

আরও পড়ুন-শেষ চারে উঠে নজির দিব্যার

ডায়মন্ড হারবারের সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় নতুন মরশুমে ভাল ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, খুব অল্পদিনেই আমরা উঠে এসেছি। লক্ষ্য ছিল দ্রুত ভারতীয় ফুটবলের মানচিত্রে জায়গা করে নেওয়া। তাই শুরুতেই কিবুর মতো সফল কোচকে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। আই লিগে উঠেছি। ডুরান্ডের মতো ঐতিহ্যশালী টুর্নামেন্টে প্রথমবার খেলব। আমার বিশ্বাস, দল ভাল পারফরম্যান্স করবে। এদিন সাংবাদিক সম্মলনে উপস্থিত ছিলেন সদ্য দলে সই করা স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কোর্তাজা। এদিকে, মঙ্গলবার কলকাতা প্রিমিয়ার লিগে মাঠে নামছে ডায়মন্ড হারবার। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং।

Latest article