মেয়েদের রাত দখল: বিরোধীদের কর্মসূচির জেরে চলবে অতিরিক্ত মেট্রো!

Must read

বাংলার তৃণমূল সরকারের কোনও কর্মসূচিতেই বাড়তি মেট্রো (Metro) চালানোর কোনও ঘোষণাই করে না রেল। বিরোধীরা কর্মসূচি করতেই বাড়তি মেট্রো চালানোর ঘোষণা করা হল। ১৪ অগাস্ট অর্থাৎ বুধবার রাতে শহরে মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির জন্য বাড়তি মেট্রো চালানো হবে, জানালেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। জানানো হয়েছে, শেষ মেট্রো চলবে রাত ১০ টা ৪০-এ।

আরও পড়ুন- ফের বিতর্ক! এবার ৫০ লক্ষ টাকার জিনিসপত্র চুরি গেল রামমন্দিরে

আর জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আজ রাতে মেয়েদের যে কর্মসূচি ঘোষিত হয়েছে, বাড়তি মেট্রো (Metro) দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার তার পাশে থাকার বার্তাই দিল। এদিন দমদম ও কবি সুভাষ থেকে রাত ১০টা এবং ১০টা ২০ মিনিটে দুটি মেট্রো ছাড়বে। প্রতিটি স্টেশনে থামবে মেট্রো। খোলা থাকবে টিকিট কাউন্টারও। থাকছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।

Latest article