স্মার্টকার্ড রিচার্জ

Must read

মেট্রোয় (Metro) স্মার্টকার্ড (Smart Card) রিচার্জ আরও সহজ করা হচ্ছে। এবারে আরও ১০টি স্টেশনে বসছে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রতিটি স্টেশনেই আছে এই সুবিধে। যাত্রীরা নিজেরাই এই মেশিনের সাহায্যে রিচার্জ করে নিতে পারেন তাঁদের স্মার্টকার্ড। নর্থ-সাউথ করিডরেও ১৬টি স্টেশনে ইতিমধ্যেই বসানো হয়েছে এই অত্যাধুনিক যন্ত্র। এবারে আরও ১০টি স্টেশনে পাওয়া যাবে এই সুবিধে। জানা গিয়েছে মেট্রোসূত্রেই (Metro)। কিন্তু একইসঙ্গে প্রশ্ন উঠেছে, মেট্রোতে কর্মী-সঙ্কোচনের এটি একটি প্রক্রিয়া নয়তো? এটা ঠিক, অটোমেটিক স্মার্ট কার্ড (Smart Card) রিচার্জ মেশিন নিত্যযাত্রীদের দুর্ভোগ কমাবে, সময় বাঁচাবে। বিশেষ করে বয়স্ক যাত্রীদের জন্য এটি খুবই উপযোগী। কিন্তু এটাও ঘটনা, এই যন্ত্রায়ণ রেলের কর্মীদেরও প্রয়োজনীয়তা কমাবে। উৎসাহিত করবে বেসরকারি উদ্যোগকে।

আরও পড়ুন: বগটুই–কাণ্ড: মৃত্যু আরও একজনের

Latest article