Kolkata Municipal Corporation: বেআইনি নির্মাণ জরিমানায় নজির

Must read

প্রতিবেদন : কলকাতা (Kolkata) মহানগরীতে বেআইনি নির্মাণ বন্ধ করতে নজিরবিহীন কড়া ব্যবস্থা নিচ্ছে পুরসভা (Kolkata Municipal Corporation)। আদালতের নির্দেশে জরিমানার অঙ্ক এবারে রেকর্ড গড়েছে। তথ্যের দাবি, সেপ্টেম্বর এবং অক্টোবর—শুধুমাত্র এই দু’মাসেই বেআইনি নির্মাণকারীদের কাছ থেকে জরিমানা আদায় হয়েছে মোট ৪১ লক্ষ ৩৬ হাজার টাকা। যা গতবছর অর্থাৎ ২০২০-র মোট জরিমানার প্রায় সমপরিমাণ। ওই বছর জরিমানা আদায় হয়েছিল ৪১ লক্ষ ৪১ হাজার টাকা। জরিমানার টাকা শহরের উন্নয়ন এবং নাগরিক পরিষেবায় ব্যয় করা হবে বলে জানা গেছে পুরসভাসূত্রে।

কলকাতা শহরে পু্র-আদালত মোট ৪টি। পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে জানা গেছে, ২০২০ তে যে জরিমানা আদায় হয়েছে তা এই ৪টি আদালত মিলিয়েই। তবে চলতি বছরে ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ৩৬ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে সিনিয়র ম্যাজিস্ট্রেটের কোর্টের নির্দেশে। এই সময় বাকি ৩টি আদালতের নির্দেশে আদায় হওয়া জরিমানার অঙ্ক সব মিলিয়ে ৫ লক্ষ ৩১ হাজার টাকা। লক্ষণীয়, বাম আমলে কলকাতায় বেআইনি নির্মাণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চললেও আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কিন্তু তেমন কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি পুর কর্তৃপক্ষকে।

আরও পড়ুন-Subrata Mukherjee: আবেগে শ্রদ্ধায় একডালিয়া এভারগ্রিনে সুব্রত-স্মরণ

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কিন্তু অসাধু প্রোমোটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করে পুরসভা। নিয়মিত অভিযান চলে আইন-বহির্ভূত নির্মাণ এবং নির্মাণকারীদের বিরুদ্ধে। দায়ের করা হয়েছে মামলা। সেগুলির দ্রুত নিষ্পত্তিও করছে পুর আদালত। আগে মামলার নিষ্পত্তি হতে লেগে যেত সুদীর্ঘ সময়। গত বছর চারেকে ছবিটা কিন্তু বদলে গেছে আমূল। খুব অল্প সময়ের মধ্যেই জমা পড়ে যাচ্ছে চার্জশিট। চার্জগঠন, বিচারপ্রক্রিয়া সবই চলছে সময়ের সঙ্গে তাল মিলিয়েই। ফলে একটা কড়া বার্তা যাচ্ছে বেআইনি নির্মাণকারীদের কাছেও। সবচেয়ে বড় কথা, আদায় করা জরিমানার অর্থে আরও উন্নত হবে পুরসভার নাগরিক পরিষেবা।

Latest article