ঠিকা জমিতে উত্তরাধিকার স্বত্ব দেওয়া শুরু কলকাতা পুরসভার

গত প্রায় পাঁচ-সাত বছর ধরে বিশেষ কারণে ঠিকা জমির নাম ট্রান্সফারের মাধ্যমে উত্তরাধিকার সত্ত্ব পাওয়ার বিষয়টি বন্ধ রাখা হয়েছিল।

Must read

প্রতিবেদন : দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ঠিকা জমিতে নাম ট্রান্সফারের মাধ্যমে উত্তরাধিকার স্বত্ব পাওয়ার সুবর্ণ-সুযোগ! রাজ্য মন্ত্রিসভার ছাড়পত্র আগামী পয়লা মে থেকে ফের আবেদনপত্র নেওয়া শুরু হবে। দ্রুত এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করবে পুর-কর্তৃপক্ষ। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই পুরসভার ঠিক টেন্যান্সি বিভাগ থেকে ‘ফর্ম এ’ দেওয়া শুরু হয়েছে। ছমাসের জন্য এই নাম বদলের সুযোগ দেওয়া হবে। একইসঙ্গে, পুরসভার তরফে শহরের সমস্ত বস্তিকে ঠিকা জমি হিসেবেও ঘোষণা করেন মহানাগরিক। জানান, আজ থেকে কলকাতার সব বস্তি বা উত্তরণকে ঠিক জমির আওতায় আনা হল। আর কোনও প্রোমোটার ইচ্ছে করলেই জমিতে থাকা গরীব মানুষকে টাকার লোভ দিয়ে কিংবা বলপ্রয়োগ করে উচ্ছেদ করতে পারবেন না।

আরও পড়ুন-দিঘায় জগন্নাথধাম স্থাপনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

গত প্রায় পাঁচ-সাত বছর ধরে বিশেষ কারণে ঠিকা জমির নাম ট্রান্সফারের মাধ্যমে উত্তরাধিকার সত্ত্ব পাওয়ার বিষয়টি বন্ধ রাখা হয়েছিল। টক টু মেয়ের অনেকেই ফোন করছে অভিযোগ জানাচ্ছিলেন, আবেদন করার পরেও জমির উত্তরাধিকার স্বত্ব মিলছে না। পুর-সূত্রে খবর, প্রায় পাঁচহাজার নাম ট্রান্সফার সংক্রান্ত আবেদন ঠিকা কন্ট্রোলারের কাছে জমেছিল। বারবার অভিযোগ পেয়ে রাজ্য মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করেন মেয়র। তারপরই গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় ঠিকা জমিতে নতুন করে উত্তরাধিকার স্বত্ব দেওয়ার জন্য নাম ট্রান্সফারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসাধু প্রোমোটাদের দখলদারি রুখতে শহরের সব বস্তিকে ঠিকা টেন্যান্সির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। একমাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করল পুরসভা।

Latest article