তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার ছক ২৬/১১-র মুম্বই হামলার জঙ্গির! মুম্বই থেকে রাজারাম রেগে নামে ওই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।
কলকাতা পুলিশের তরফে সোমবার সাংবাদিক বৈঠক করে জানান হয়, গত সপ্তাহে অভিষেকের বাড়ি রেইকি করে মুম্বইয়ের ২৬/১১-র ওই জঙ্গি। রাজারাম কলকাতায় এসে শেক্সপিয়ার সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর পিএ-র মোবাইল নম্বরও জোগাড় করেছিল বলে জানায় কলকাতা পুলিশ। রাজারামকে মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন- মোদিকে কটাক্ষ স্পষ্টভাষী শত্রুঘ্নর, প্রধানমন্ত্রী নন, উনি এখন প্রচারমন্ত্রী
২৬/১১-এর মতো হামলার পরিকল্পনা কি কলকাতাতেও করা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশ চাঞ্চল্যকর দাবি, ২৬/১১-এর সন্ত্রাসের সঙ্গে জড়িত অভিযুক্ত রাজারাম রেগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং অফিসের উপর নজর রাখছিল। বড় হামলার ছক কষে। এরপরেই তৃণমূলের তরফে বিজেপি নেতার বিরুদ্ধে তোর দেগে বলা হয়েছে, জনসভা থেকে শুভেন্দু অধিকারীর বোমার হুমকির পরেই সন্ত্রাস হামলার পরিকল্পনা করা হচ্ছে।