হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সেই কারণে সচেতন প্রশাসন। রবিবার দিনভর কলকাতার একাধিক জায়গায় সচেতনতার প্রচার চালাল পুলিশ (Kolkata Police)। নিউমার্কেট, শ্যামবাজার, গড়িয়াহাট-সহ মহানগরের ব্যস্ত জায়গাগুলিতে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে মাইকিং করে করোনা বিধি মেনে চলার আবেদন জানানো হয়। একই সঙ্গে যাঁরা মাস্ক পরেননি, তাঁদের মধ্যে মাস্ক বিলি করা হয়েছে। পুলিশ কর্মী থেকে আধিকারিকরা- নিজেরা উদ্যোগ নিয়ে সেই মাস্ক পরিয়ে দিয়েছেন পথচারীদের। বিশেষ করে ঘিঞ্জি বাজার এলাকায় যাতে করোনা বিধি মেনে চলা হয়, তার জন্য প্রচার চালানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে নাবালিকাকে ধর্ষণ করে অ্যাসিড খাওয়ালেন ম্যানেজার
ফের রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আরও বেশি করে করোনা বিধিনিষেধ মেনে চলার উপর জোর দেওয়ার কথা জানান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। পরিস্থিতি মোকাবিলায় শনিবার রাজ্যের সমস্ত জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দেওয়া হয়।
আরও পড়ুন: ক্রস ভোটিং-এর অনুরোধ জানিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কের কাছে ফোন
এর পাশাপাশি, বাজার বা জনবহুল এলাকায় যাতে করোনা বিধি মেনে চলা হয়, তার উপর নজরদারি করতে নির্দেশ দিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। এই নির্দেশের পরেই আরও সতর্ক হয়েছে পুলিশ-প্রশাসন।