দ্বিতীয়বার চণ্ডীগড়ের প্রদর্শনী থেকে স্বর্ণপদক কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনীর ঝুলিতে

বহু বছরের ঐতিহ্য। সেই ব্রিটিশ আমল থেকে বাংলায় ঘোড়সওয়ার বাহিনী শুধুমাত্র কলকাতা পুলিশে (Kolkata Police) রয়েছে।

Must read

বহু বছরের ঐতিহ্য। সেই ব্রিটিশ আমল থেকে বাংলায় ঘোড়সওয়ার বাহিনী শুধুমাত্র কলকাতা পুলিশে (Kolkata Police) রয়েছে। ময়দানে নিরাপত্তার দায়িত্ব বহু বছর ধরেই সামলে যাচ্ছে এই বাহিনী। পঞ্চকুলায় আয়োজিত ৪৩ তম অল ইন্ডিয়া পুলিশ ইকোয়েস্ট্রিয়ান চ্যাম্পিয়নশিপ ও মাউন্টেড পুলিশ ডিউটি মিটে অংশগ্রহণ করে এবারও স্বর্ণপদক জিতল তারা। প্রদর্শনীতে কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী ছাড়া ছিল দিল্লি পুলিশ ও অন্যান্য রাজ্যের অশ্বারোহী বাহিনী। জানা গিয়েছে, গত এক মাস ধরে দিল্লি পুলিশের তরফে এই অনুষ্ঠানের প্রশিক্ষণ চলেছিল।

আরও পড়ুন- মর্মান্তিক! চলন্ত গাড়িতে হার্ট অ্যাটাক হয়ে মৃত চালক

গতবছর এই অনুষ্ঠানেই স্বর্ণপদক পেয়েছিল কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী। এবার আরও একবার স্বর্ণপদক জয়ী হলেন তারা। কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় টিমকে শুভেচ্ছা জানানো হয়েছে। এদিনের প্রদর্শনীর ছবি শেয়ার করে সমাজমাধ্যমে লেখা হয়েছে, ”🏆🐎আবারও সোনা 🐎🏆। নির্ভুলতা, সমন্বয় ও উৎকর্ষের এক চমকপ্রদ প্রদর্শনীতে, কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনী পঞ্চকুলায়, চণ্ডীগড়ে ৪৩তম সর্বভারতীয় পুলিশ অশ্বারোহী চ্যাম্পিয়নশিপের কোয়াড্রিল ইভেন্টে পরপর দ্বিতীয় বছর স্বর্ণপদক 🥇 জিতেছে।”

প্রসঙ্গত, ১৮৫৬ সালে কলকাতা পুলিশ কমিশনারেটের আনুষ্ঠানিক গোড়াপত্তন। অশ্বারোহী বাহিনী পথ চলা শুরু করেছিল তারও ষোল বছর আগে, অর্থাৎ ১৮৪০-এ। এই অশ্বারোহী বাহিনীর সদস্যসংখ্যা প্রথমে ছিল তিন। একজন দফাদার আর তাঁর অধীনে দুজন সওয়ার। তিনজনেই সাহেবি পরিভাষায় বলা হত ‘কালো চামড়া’-র ভারতীয়। সেই সময় এই শাখার কাজ ছিল বার্তাবাহকের। বন্দরে বিদেশি জাহাজ এলেই ঘোড়া নিয়ে একজন বন্দর মাস্টারকে খবর দিত। ১৮৪২ সালে ময়দান এলাকা জুড়ে চোর, কোম্পানির বদমেজাজি সৈন্যদের উপদ্রব বেড়ে যায়। এই সময় চিন্তায় পড়ল প্রশাসন ময়দানে টহলদারির দায়িত্ব দিল ঘোড়সওয়ার বাহিনীর ওপর। বাহিনীর সংখ্যা তখন তিন থেকে বেড়ে হল বারো। বিলিতি ঘোড়ার পিঠে চেপে রাজপথে টহল দিত সশস্ত্র কলকাতা পুলিশ। সাধারণ মানুষের চোখে ছিল সম্ভ্রম আর দুষ্কৃতীদের ভয়। বাহিনীর নামডাক খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। স্কটল্যান্ড ইয়ার্ডের মাউন্টেড পুলিশের সঙ্গে তুলনা শুরু হয়ে গেল। সেই সময় বিশ্বের সেরা তিনটি ঘোড়সওয়ার পুলিশ বাহিনীর মধ্যে লন্ডন ও মন্ট্রিয়ল ছাড়া ছিল কলকাতার মাউন্টেড পুলিশ।

 

Latest article