কালীপুজো ও দীপাবলিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ বৈঠকে নগরপাল

Must read

প্রতিবেদন : দুর্গাপুজোর পর এবার কালীপুজো (Kali Puja_Diwali) ও দীপাবলির সময় শহরের আইনশৃঙ্খলা ও শব্দদূষণ নিয়ন্ত্রণ নিয়ে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। উপস্থিত ছিলেন কলকাতার সব থানার ওসি-সহ লালবাজারের উচ্চপদস্থ পুলিশকর্তারা, কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল দফতর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরা। বৈঠকে কালীপুজো (Kali Puja_Diwali) কমিটিগুলিকে শহরে শব্দবাজি নিয়ন্ত্রণ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মাইক বাজানোর সময়সীমা নিয়ন্ত্রণ, দূষণরোধ এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিয়মকানুন নিয়ে অবগত করা। শব্দদূষণ রোধে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দীপাবলির রাতে ৯০ ডেসিবেল সীমা বেঁধে দিয়েছে। এদিনের বৈঠকে সেই নির্দেশের বাস্তবায়ন নিয়েই আলোচনা হল নগরপালের নেতৃত্বে। পুলিশ সূত্রে খবর, শব্দবাজি রুখতে এবার পুলিশি নজরদারি চলবে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে। শহরের প্রতিটি থানাকে তাদের নিজস্ব এলাকায় শব্দদূষণ রোধে সক্রিয় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের আনন্দে যেন শব্দদূষণ ও বিশৃঙ্খলার ছায়া না পড়ে, তা নিয়ে চূড়ান্ত তৎপর লালবাজার।

আরও পড়ুন- নয়া ঘূর্ণাবর্ত, এখনই নয় শীতের অনুভূতি

Latest article