বেহালায় ছাত্রমৃত্যু, উলুবেড়িয়ায় দুই অধ্যাপিকার মৃত্যু এবং আজ হরিদেবপুরে দুর্ঘটনায় আহত দ্বিতীয় শ্রেণির ছাত্র, সব মিলিয়ে বার বার কাঠগড়ায় উঠছে ট্রাফিক ব্যবস্থা (Traffic rules)। নিরাপত্তা কতটা ঠুনকো সেটা গেঁথে যাচ্ছে মানুষের মাথায়। যাত্রী ও পথচারী সুবিধার্থে কলকাতায় ভারী যান চলাচল নিয়ে কলকাতার নগরপাল (Police commissioner) এবার বিজ্ঞপ্তি জারি করলেন । পুলিশ কমিশনার বিনীত গোয়েল সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে জানান সকাল ৬টার পর থেকে শহরে আর ভারী পণ্যবাহীন গাড়ি চলাচল করতে পারবে না। সকাল ৮টা পর্যন্ত আগে অনুমতি ছিল।
আরও পড়ুন-ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুনীলের অন্তঃসত্ত্বা স্ত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী পণ্যবাহী যান ও মাঝারি পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট যে সময়সীমা, সেটা মেনে চলতে হবে। ভোর ৬টা থেকে রাত ১০টা অবধি ভারী পণ্যবাহী যান ও মাঝারি পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বন্দর এলাকার ক্ষেত্রে এই নিয়মে কিছুটা হলেও ছাড় রয়েছে।
আরও পড়ুন-প্রত্যাহার করা হল ডেরেকের সাসপেনশনের সিদ্ধান্ত
উল্লেখ্য, নিয়মের শিথিলতা থাকবে পণ্যবাহী যান চলাচলে তাও কিছুক্ষেত্রে । অত্যাবশ্যকীয় পণ্য ও খুব দ্রুত নষ্ট হয়ে যায় এমন জিনিসের ক্ষেত্রে ছাড় থাকছে। ১০টা থেকে সকাল ৮টা ও দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এলপিজি, পিওএল, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, ফল ইত্যাদির ক্ষেত্রে যাতায়াতের অনুমতি রয়েছে। হালকা পণ্যবাহী গাড়ি কলকাতায় চলাচলের সময়সীমা দুপুর ১২টা থেকে বিকেল ৪টে ও রাত ১০টা থেকে সকাল ৬টা।