মিছিলের জন্য যেন মহানগরীতে যানজট না হয়। একুশে জুলাই শহিদ সমাবেশ নিয়ে দায়ের করা মামলা নিয়ে নির্দেশ ছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। আর সোমবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রেখে আদালতের Full Marks পেল কলকাতা পুলিশ (Kolkata Police)।
ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ শুরুর আগে যান নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশ পালন করতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে চিল কলকাতা পুলিশ (kolkata Police)। ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশ কমিশনার মনোজ ভর্মা সারা কলকাতা চষে বেড়িয়েছেন। আদালতের নির্দেশ মতো, এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মধ্যে কলকাতার রাস্তায় যান চলাচল স্বাভাবিক রেখেছে। আর সেই নিয়ে পুলিশের কাজের প্রশংসা করেছে হাই কোর্ট।
আরও পড়ুন-লক্ষ্য ছাব্বিশের নির্বাচন বললেন সুব্রত! বাঙালিদের অপমানের জবাব দিতে হবে ভোটে: মমতা
এদিন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের যান নিয়ন্ত্রণের প্রশংসা করেন। জানান, পুলিশ ভালো কাজ করেছে। সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রিত হয়েছে। এক আইনজীবী আদালতে জানান, অন্যান্য দিনে নিউ আলিপুর থেকে হাই কোর্টে পৌঁছোতে ২০ থেকে ২৫ মিনিট সময় নেয়। এদিনও সেই সময়ই লেগেছে। বিচারপতিও জানান, রাস্তায় ট্র্যাফিকের কোনও সমস্যা নেই। যাতায়াতে স্বাভাবিক সময়ই লেগেছে। অর্থাৎ আদালতের Full Marks কলকাতা পুলিশকে।