ফের ভুল তথ্য ছড়াচ্ছে বিজেপি। আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়েছিল গেরুয়া শিবির। এবার বিজেপির দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণ নিয়ে ভুল তথ্য ছড়ানো প্রসঙ্গে জবাব দিল কলকাতা পুলিশ (kolkata Police)।
আর কয়েক দিন পরেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। এই উৎসবের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে কলকাতা পুলিশকে জড়িয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল বলে অভিযোগ। এ নিয়ে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশ (kolkata Police) জানিয়েছে, “২০২৫ সালের দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণ সম্পর্কে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে লক্ষ্য করা গিয়েছে। কলকাতা পুলিশ স্পষ্ট করে বলতে চায় যে, দুর্গাপুজো উদযাপন বন্ধ বা সীমাবদ্ধ করার জন্য কোনও নির্দেশ জারি করা হয়নি। আমাদের একমাত্র অগ্রাধিকার হল উৎসবের সময় জন সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। যে সমস্ত প্যান্ডেলে বেশি মানুষের পা পড়ে সেখানে ক্রাউড সার্কুলেশনের পরিকল্পনা থাকে। সুরক্ষার জন্য এই ব্যবস্থা করা হয়। এর সঙ্গে সর্বজনীন উৎসবে হস্তক্ষেপ করা হচ্ছে বলে ভুলভাবে উপস্থাপিত করাটা ঠিক নয়।
আরও পড়ুন- নিশানায় ময়মনসিংহে উপেন্দ্রকিশোরের বাড়ি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে,”আমরা সকল নাগরিককে অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে অবগত থাকার এবং যাচাই না করা বা বিভ্রান্তিকর বিষয়বস্তু শেয়ার করা এড়াতে অনুরোধ করছি। উৎসবের সময় সকলের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
Public Advisory
It has been observed that misinformation is being circulated regarding crowd management measures during Durga Puja 2025.
Kolkata Police would like to clarify that no directive has been issued to halt or restrict any Durga Puja celebrations. Our sole priority is…
— Kolkata Police (@KolkataPolice) July 16, 2025