প্রতিবেদন: একই দিনে শহরের একাধিক জায়গায় একাধিক দুর্ঘটনা। এবার শহরে এই দুর্ঘটনা রুখতে কোন রাস্তায় কোন গাড়ির সর্বোচ্চ গতিবেগ কত হবে তার সীমারেখা বেঁধে দিল লালবাজার। স্পষ্ট নির্দেশিকা দিয়ে পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, সোমবার থেকেই কার্যকরী করতে হবে এই নিয়ম। নির্দেশিকায় বলা হয়েছে, এজেসি বোস রোস, বালিগঞ্জ সার্কুলার রোড, বাসন্তী হাইওয়ে, নিউ টাউন রোড, রাসবিহারী অ্যাভিনিউয়ের কানেক্টর, উত্তম কুমার সরণিতে ঘণ্টায় ৪০ কিমির বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। ঘণ্টায় ৫০ কিমি গতিবেগে বাইক চালাতে হবে দুর্গাপুর ব্রিজে। ৩০ কিমি/ঘণ্টায় গাড়ি চলবে কুলটি রোডে। সোনারপুর-ঘটকপুকুর রোডে ও কালীঘাট রোডে যথাক্রমে ৩৫ ও ২৫ কিমি প্রতি ঘণ্টায় গাড়ি চালাতে হবে। সরকারি বা বেসরকারি গাড়ির কোনও চালক এই নির্দেশিকা অমান্য করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন- বাসের ধাক্কা রক্ষা পেলেন ডেপুটি মেয়র