বঙ্গ

কলকাতা পুলিশের হাতে এবার অত্যাধুনিক ব্রেথ অ্যানালাইজার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে আগেই অনেকরকম পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে। এবার শহরজুড়ে ৫০টি আধুনিক ব্রেথ অ্যানালাইজার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার পুলিশের তরফে জানা গিয়েছে এই উন্নত মানের যন্ত্রগুলি রাস্তায় মদ্যপ অবস্থায় যে পরীক্ষা হয় তাকে আরও অনেকটাই কার্যকর এবং ‘ট্যাম্পার-প্রুফ’ করবে। স্বাভাবিকভাবেই এই ব্যবস্থা চালু হলে মদ্যপ অবস্থায় দুর্ঘটনার মাত্রা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-উত্তরের বন্যা দুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেবেন মেসি

দীপাবলির আগে এই নতুন ব্যবস্থার চালু হচ্ছে। সামনে কালীপুজো, বড়দিন, নিউ ইয়ার। আর এই সময়ে শহরে রাতভর অনুষ্ঠান বেড়ে যায়। বাড়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার সম্ভাবনা। তাই লালবাজারের তরফে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ‘নাকা চেকিং’-এর সময় এই যন্ত্র ব্যবহার করা হবে। আগের ব্রেথ অ্যানালাইজারগুলির তুলনায় নতুন মডেলগুলিতে একাধিক আধুনিক সুবিধা রয়েছে। এর মধ্যে থাকা মেমরি কার্ডে ১০ হাজার পর্যন্ত টেস্ট রেকর্ড সংরক্ষণ করা যাবে। প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে তারিখ, সময়, গাড়ির নম্বর, অফিসারের নাম ও অ্যালকোহলের মাত্রা থাকবে। শুধু তাই নয়, সব তথ্য পাসওয়ার্ড প্রটেকশন-সহ সুরক্ষিতভাবে সংরক্ষণ করা যাবে। অফিসাররা টাচস্ক্রিনে ডিজিটালি সইও করতে পারবেন। এর ফলে আগে অনেক সময় মদ্যপ চালকরা পরে অস্বীকার করতেন কিন্তু এবার থেকে সেই সুযোগ থাকবে না। সব তথ্য ডিজিটালি রেকর্ড হবে।

আরও পড়ুন-”আবার পাহাড়ে আসুন”, পর্যটকদের আহ্বান মুখ্যমন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, নতুন যন্ত্রগুলি ছোট ও ওজন ৩০০ গ্রামেরও কম। ৩.২ ইঞ্চির এলসিডি স্ক্রিন ও অত্যাধুনিক সেন্সর রয়েছে। অল্প শ্বাসে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে সঠিক ফল আসবে। দোষী সাব্যস্ত হলে ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলেই দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। প্রায় ২২ লক্ষ টাকা খরচ করে এই নতুন ব্রেথ অ্যানালাইজারগুলি কেনা হয়েছে। শহরের ২৬টি ট্র্যাফিক গার্ডে এই যন্ত্রগুলি দেওয়া হবে। উৎসবের সময়ে কলকাতার রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

58 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago