এআই দিয়ে গলা নকল, ভিডিও দিয়ে সচেতনতার বার্তা কলকাতা পুলিশের

Must read

প্রতিবেদন : এআই দিয়ে হয় কে নয়, নয় কে হয় করে দেওয়া যেতে পারে। ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। অমিতাভ বচ্চন ও মৌসুমি অভিনীত বিখ্যাত ছবির দৃশ্যে এআই দিয়ে কিশোরের কণ্ঠ নকল করে জুড়ে দিয়ে কলকাতা পুলিশ (kolkata police) একটি ভিডিও পোস্ট করে সাবধানতার বার্তা দিচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যে কোনও লোকের কণ্ঠস্বর খুব সহজেই হুবহু নকল করা যেতে পারে। সেটা ব্যবহার করেই প্রতারণার ফাঁদ পাতছে সাইবার প্রতারকরেরা। ‘এআই ভয়েস ক্লোনিং’ প্রযুক্তি কোনও ব্যক্তির কণ্ঠস্বর এতটাই নিখুঁতভাবে নকল করে যে আসল-নকল বোঝার উপায় থাকে না। বাড়ির মহিলা বা প্রবীণ সদস্যেরাই বেশি ঠকছেন। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে পরিচিত ব্যক্তির নম্বর। ফোন তুললে সেই চেনা গলা। না বুঝে উত্তর দিয়ে ফেঁসে যাচ্ছেন। এতদিন ব্যাঙ্কের আধিকারিক বা সরকারি দফতরের উচ্চপদস্থ কর্তার পরিচয় দিয়ে প্রতারণা চলছিল কিন্তু এখন এআই দিয়ে নতুন ফাঁদ পাতা হচ্ছে। কলকাতা পুলিশের (kolkata police) পোস্টে বলা হয়েছে, যদি আত্মীয় বা বন্ধুর ফোন আসে এবং টাকা পাঠানোর কথা বলে, তা হলে যাচাই করে নিতে হবে। টাকা পাঠানোর আগে ভিডিয়ো কল করে যাচাই করে নিতে হবে তিনিই ফোনটি করেছিলেন কি না। ক্লোন-করা কণ্ঠস্বর কিছুটা যান্ত্রিক শোনাতে পারে। প্রতারকেরা সংক্ষিপ্ত ভয়েস ক্লিপ ব্যবহার করে বলে খুব অল্প সময়ের জন্য নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়। তাই বারবার প্রশ্ন করতে হবে। কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। নিজের গলার আওয়াজ বা কোনও রকম ভয়েস রেকর্ড সমাজমাধ্যমে আপলোড না করাই শ্রেয়। সন্দেহজনক ফোন পেলে সাইবার ক্রাইম হেল্প লাইন ও প্রণাম হেল্প লাইনে রিপোর্ট করুন। ডায়াল করতে পারেন ১৯৩০ নম্বরে।

আরও পড়ুন-আয়কর নোটিশ, বিজেপির নতুন চক্রান্তের শিকার পুজো উদ্যোক্তারা

Latest article