অনলাইনে প্রতারণা রুখে দিল পুলিশ

অনিরুদ্ধবাবুর অ্যাকাউন্টে কোনও টাকাই জমা না পড়ায় ওই ব্যক্তি বলে, তার পাঠানো কিউআর কোড স্ক্যান করলেই জমা হয়ে যাবে টাকা

Must read

প্রতিবেদন : ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিচ্ছে সাইবার জালিয়াতরা। সোমবার তৎপরতার সঙ্গে এরকমই একটি সাইবার জালিয়াতি রুখে দিল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে রান্নাঘরের চিমনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন গড়িয়ার ব্রহ্মপুরের বাসিন্দা অনিরুদ্ধ চৌধুরি। দাম বলা ছিল ১০ হাজার টাকা। গত ২১ এপ্রিল একটি হোয়াটসঅ্যাপ কল থেকে ফোন করে একজন চিমনি কিনতে আগ্রহ প্রকাশ করে। প্রমাণ হিসেবে নিজের অ্যাকাউন্টের তথ্য জানানোর জন্য অনিরুদ্ধবাবুর অ্যাকাউন্টে এক টাকা ট্রান্সফার করে সে। তারপর বাকি ৯,৯৯৯ টাকা জমা দেওয়ার স্ক্রিনশট পাঠায় ওই জালিয়াত।

আরও পড়ুন-নেশামুক্তি কেন্দ্রে হত যুবক

কিন্তু অনিরুদ্ধবাবুর অ্যাকাউন্টে কোনও টাকাই জমা না পড়ায় ওই ব্যক্তি বলে, তার পাঠানো কিউআর কোড স্ক্যান করলেই জমা হয়ে যাবে টাকা। সেইমতো কোড স্ক্যান করার কিছুক্ষণের মধ্যেই অনিরুদ্ধবাবুর অ্যাকাউন্ট থেকে প্রায় ৪ লক্ষ ৬০ হাজার টাকা তুলে নেয় ওই প্রতারক। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সাউথ সাবার্বান ডিভিশনের সাইবার শাখায় যোগাযোগ করেন অনিরুদ্ধবাবু। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। সেদিনই তাঁর কাছে ফেরত আসে ৩,৭২,৬৪৬ টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, একমাত্র পেমেন্ট করার সময় কিউআর কোড স্ক্যান ও ইউপিআই পিন-এর প্রয়োজন হয়, টাকা পাওয়ার সময় কখনওই এগুলির প্রয়োজন হয় না। এসব মনে রাখলে অনেক প্রতারণাই এড়ানো যাবে বলেই দাবি পুলিশের। এ নিয়ে পুলিশ প্রচারও করে চলেছে।

Latest article