পাসপোর্ট ভেরিফিকেশনে কড়া কলকাতা পুলিশ

Must read

পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আরও কড়া কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার নগরপাল মনোজ বর্মা বলেন, পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে সব থানার ওসিকে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতেই হবে। এই নিয়ে প্রত্যেকটি থানায় নির্দেশিকা পাঠানো হচ্ছে। পাসপোর্ট গ্রাহকের জন্ম তারিখ সহ ওই ব্যক্তির কোন অপরাধের রেকর্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সতর্কভাবে ঠিকানা যাচাই করতে হবে। এছাড়াও পুলিশ (Kolkata Police) তথ্য খতিয়ে দেখার বিষয় তার নিজের দায়িত্ব পালনে কী ভূমিকা পালন করছে, তা খাতায় কলমে নথিবদ্ধ করতে হবে। এসিপি, ডিসিপি পদমর্যাদার আধিকারিকরা ঠিকানা যাচাইয়ের পাশাপাশি যাবতীয় তথ্য খতিয়ে দেখার কাজ করবেন। এরপর সেই যাচাই করা তথ্য জাতীয় স্তরের পোর্টালে আপলোড করতে হবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগর পাল মনোজ বর্মা বলেন, কলকাতায় যেসমস্ত বহিরাগতরা আশ্রয় নিয়েছে তাদের দিকে নজর রাখা হচ্ছে। পাসপোর্ট ভেরিফিকেশনে কোথায় গলদ হয়েছে, তা দেখা হচ্ছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উন্নয়নে বদলে গিয়েছে জঙ্গলমহল

Latest article