ভিন রাজ্য বা ভিন জেলা থেকে কলকাতা শহরে জীবিকার খোঁজে। তাদের মধ্যে অপরাধপ্রবণতা কতটা, নজরদারি জারির পরিকল্পনা কলকাতা পুলিশের (Kolkata Police)। নিউটাউনের পাশবিক ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপের পথে কলকাতা পুলিশ। নিউটাউন এলাকার সব টোটোচালককে তাঁদের বিস্তারিত পরিচয় নথিভুক্ত করতে হবে কলকাতা পুলিশের ওয়েবসাইটে। সেই অনুযায়ী তাঁরা পাবেন বিশেষ পরিচয়পত্র। নিউটাউনে টোটোচালকের নৃশংস খুন-ধর্ষণের ঘটনার পরে পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ।
নিউটাউন এলাকায় কয়েক হাজার টোটো ও ই-রিক্সা চালক। তাঁদের অনেকেই ভিন রাজ্যের। আবার অনেকে রাজ্যের কোনও জেলা থেকে শহরে এসে টোটোচালক হিসাবে জীবিকা নির্বাহ করেন। সেইরকমই নদিয়ার সৌমিত্র রায়ও নিউটাউনে টোটো চালাতেন। এই সব টোটো ও ই-রিক্সা চালকদের আলাদা পরিচয় পত্র দেবে কলকাতা পুলিশ (Kolkata Police)। সেই পরিচয়পত্র ছাড়া এলাকায় তাঁরা গাড়ি চালাতে পারবেন না।
আরও পড়ুন- শীঘ্রই মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে পা রাখছেন সুনীতারা! সুখবর দিল নাসা
কলকাতা পুলিশের ওয়েবসাইটে নিজেদের নাম ও সমগ্র পরিচয়পত্র আলপোড করতে হবে। সেই পরিচয় অনুযায়ী চালকদের অতীতে অপরাধ প্রবণতা, তারা কোথা থেকে এসেছেন ও তাঁদের অন্যান্য সব তথ্য সংগ্রহ করে রাখবে কলকাতা পুলিশ। ফলে যে কোনও ঘটনায় তদন্তে সুবিধা হবে। তার থেকে গুরুত্বপূর্ণ, আগে থেকে কোনও ধরনের অপরাধ রোখা সম্ভব হবে কলকাতা পুলিশের পক্ষে।
নিউটাউনের ঘটনায় টোটোচালকের অপরাধ প্রবণতায় হতবাক মনস্তত্ত্ববিদরাও। এই ঘটনার পরে নিউটাউনে আলোর ব্যবস্থা করা থেকে নির্জন এলাকায় নজরদারি নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নিউটাউন থানার পক্ষ থেকে। তার পাশাপাশি অপরাধের সঙ্গে যুক্তদের চিহ্নিতকরণেও জোর দিচ্ছে কলকাতা পুলিশ।