রবিবার সকালে কলকাতার একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ। আজ ভোর থেকে দুপুরে একটা পর্যন্ত ম্যারাথনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যার নিয়ন্ত্রণ করছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। পাশাপাশি একাধিক রুটে ট্রাম পরিষেবাও সাময়িক বন্ধ থাকতে পারে। লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত রেড রোড, মেয়ো রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, আউট্রাম রোড ও ডাফরিন রোড সম্পূর্ণ বন্ধ থাকছে। এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত বন্ধ এজেসি বোস রোডও।
আরও পড়ুন-নেটে মহড়ায় বিরাট, মুম্বই দলে রোহিত
যান নিয়ন্ত্রণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ (Kolkata Police) বিকল্প রুটের কথা জানিয়েছে। এদিন গড়িয়াহাট ফ্লাইওভারে পূর্ব দিক দিয়ে উত্তরমুখী যান, নিচের রাস্তা দিয়ে দক্ষিণমুখী যান চলাচল করছে। বালিগঞ্জ সার্কুলার রোডে পূর্বমুখী গাড়ি রিচি রোড দিয়ে ঘোরানো হবে। শরৎ বোস রোডের জন্য দক্ষিণমুখী গাড়ি দেশপ্রিয় পার্ক–গড়িয়াহাট ক্রসিং হয়ে গোলপার্কের দিকে ঘোরানো হতে পারে। অন্যদিকে এসপি মুখার্জি রোড দিয়ে আপাতত দক্ষিণমুখী গাড়ি হাজরা মোড় বা রাসবিহারী ক্রসিং থেকে ডাইভার্ট করা হচ্ছে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনিন সরণি, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, বালিগঞ্জ সার্কুলার রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ-সহ একাধিক রুটে ট্রাম পরিষেবা বন্ধ থাকবে।বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং জওহরলাল নেহেরু রোডে মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…