কসবার ল কলেজের ঘটনা নিয়ে যারা মিথ্যে তথ্য এবং বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ (kolkata Police)। একইসঙ্গে এই ঘটনার তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ (kolkata Police)। ৪ সদস্যের তদন্তকারী কমিটির নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার (দক্ষিণ শহরতলি)।
বিজেপি সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার বয়ান তুলে ধরে অশান্তি ছড়াতে চাইছে। ল কলেজের ঘটনায় এক অভিযুক্তের নাম উল্লেখ করে সামাজিক মাধ্যমে পোস্ট করে বিজেপি লিখেছে, “জাইব আহমেদের বিরুদ্ধে নির্যাতিতার বয়ান:
ও আমাকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করেছিল।
ও আমার প্রেমিককে খুনের হুমকি দিয়েছিল।
ও বলেছিল, আমার মা-বাবাকেও জেলে ভরবে।
আমি শুধু মৃতদেহের মতো পড়ে ছিলাম।
কোথা থেকে জাইব আহমেদের এত সাহস আসে যে সে বলে, সে নির্যাতিতার বাবা-মাকে জেলে দেবে?
কারা ছিল তার পেছনে?
কে তাকে এই রাজনৈতিক রক্ষা কবচ দিয়েছিল?
দেখুন বাংলার মানুষ কোন সরকারকে আপনারা ক্ষমতায় এনেছিলেন❗এই ঘটনা প্রমাণ করে, মমতার শাসনে অপরাধীরা শুধু আশ্রয়ই পায় না, বরং তাদের রক্ষা করা হয় সরকারিভাবে‼️”
আরও পড়ুন-ঘুরপথে ভোটারদের নাম বাদের অপচেষ্টা! চক্রান্তের বিরুদ্ধে সরব তৃণমূল
এরপরই কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, “কসবায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু অসাধু ব্যক্তি সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করছে ।এই ধরনের প্রচেষ্টা বিভ্রান্তিকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।যারা মিথ্যা তথ্য এবং বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত মামলায় যথোপযুক্ত আইনগত ও তদন্তমূলক পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম সম্পূর্ণ আইন অনুযায়ী অগ্রসর হচ্ছে।”
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…