প্রতিবেদন : কলকাতা পুলিশের তৎপরতাকে বিশেষ মাত্রা দিতে আসছে আরও উন্নত এবং আধুনিক প্রযুক্তি। এবারে ডুবন্ত মানুষকে উদ্ধার করতে সাহায্য নেওয়া হবে ওয়াটার রেসকিউ ড্রোনের। গঙ্গায় ডুবন্ত কিংবা নিখোঁজ মানুষকে চিহ্নিত করে কাছাকাছি পৌঁছে যাবে ওই অত্যাধুনিক ড্রোন। ছবি তুলে পাঠিয়ে দেবে কন্ট্রোল রুমে। তারই ভিত্তিতে উদ্ধারে নেমে পড়বেন পুলিশের বিপর্যয় মোকাবিলা টিমের বিশেষ প্রশিক্ষিত কর্মীরা। এই বিশেষ ধরনের ড্রোন কেনার উদ্যোগ নিয়েছে লালবাজার।
আরও পড়ুন-শিক্ষা কমিশন গড়তে নতুন আইন করা হবে
কলকাতা পুলিশসূত্রে জানা গিয়েছে, পাশ্চাত্য দেশগুলিতে এই ধরনের প্রযুক্তির আমদানি হয়েছে আগেই। এবারে এখানেও সেই পথই অনুসরণ করা হচ্ছে। ওয়াটার রেসকিউ ড্রোন কেনা হবে একটি বিদেশি কোম্পানি থেকেই। কীভাবে কাজ করবে এই ড্রোন? কোনও ব্যক্তিকে জলে ডুবে যেতে দেখলেই এই ড্রোন ছেড়ে দেবে রিভার ট্রাফিক পুলিশ। বিশেষ প্রযুক্তির সুবাদে দ্রুত ডুবন্ত মানুষের কাছে পৌঁছে যাবে সেই ড্রোন। এই ধরনের ড্রোনে থাকে বেশ কয়েকটি ওয়াটারপ্রুফ ক্যামেরা। ছবি দেখে রিমোট কন্ট্রোলে এবারে উদ্ধারের পালা। একজনকে নয়, একাধিক ব্যক্তিকে একইসঙ্গে উদ্ধার করতে সক্ষম এই ড্রোন।
আরও পড়ুন-বুস্টার ডােজের জন্য শহরে প্রচারাভিযান
কলকাতা পুলিশে এই প্রযুক্তি যুক্ত হলে নিঃসন্দেহে উপকৃত হবে রাজ্য পুলিশের এক্তিয়ারভুক্ত এলাকাও। কারণ, শুধু হুগলি নদী বা গঙ্গায় নয়, জলে ডুবে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে বিভিন্ন নদীতে। নৌকা, ট্রলার বা লঞ্চডুবির ঘটনাও নতুন কিছু নয়। নদীতে ভাসমান মৃতদেহও অত্যন্ত পরিচিত দৃশ্য। প্রতিটি ক্ষেত্রেই বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে পারবে এই ড্রোন। নিঃসন্দেহে এক আধুনিক ব্যবস্থা বলা যায়।