অনলাইনে প্রতারণা (Online fraud) নতুন কিছু নয়। ৮ থেকে ৮০ সকলেই এই ফাঁদে পা দিচ্ছে বিভিন্ন ভাবে। ব্যাঙ্ক জালিয়াতি থেকে শুরু করে মোবাইল খুললেই একের পর এক অ্যাপ ডাউনলোড করার মেসেজ, সবেতেই ফাঁদ পাতা রয়েছে। কিছু অ্যাপে লোন দেওয়ার লোভ, কোনও অ্যাপে বন্ধুত্ব করার প্রলোভন। সবকিছু থেকে মুক্তি পেতেই এবার কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই ধরনের অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে ঠিক কী করতে হবে।
এই ধরনের অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে বলেছে কলকাতা পুলিশ। ডিসিপি সাইবার ক্রাইম কলকাতার তরফে এক্স হ্যান্ডেলে এনিয়ে লেখা হয়েছে অনলাইনে পাওয়া জাল লোন অ্যাপগুলি থেকে সাবধান। এই সব অ্যাপের মাধ্যমে প্রতারকরা খুব সহজেই গ্রাহকদের কাছে পৌঁছতে পারে। আপনার কন্টাক্ট লিস্ট থাকবে তাদের নখদর্পনে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও নিমেষেই ফাঁকা হয়ে যেতে পারে। আগেও এই অ্যাপ ডাউনলোড থেকে নানারকম সমস্যা হয়েছে। আপনার উপর নজরদারি এই অ্যাপের মাধ্যমে আরও অনেকটাই সহজ হয়ে উঠছে। কোথাও ওটিপি চাইলে সেক্ষেত্রে সাবধান। একটি লোন অ্যাপ ডাউনলোড করার আগে কী করবেন সেটা জেনে নিন। কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-তেলেঙ্গানার মুলুগু জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৭ মাওবাদী
১) একটি লোন অ্যাপ ইনস্টল করার আগে বিশ্বাসযোগ্যতা ও সত্যতা পরীক্ষা করুন।
২) নিশ্চিত করুন যে লোন অ্যাপ কোম্পানির একটি অফলাইন ঠিকানা ও একটি সঠিক নিরাপদ ওয়েবসাইট আছে।
৩) কোনও অবাঞ্ছিত লিঙ্কে ক্লিক করবেন না।
৪) সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া বিজ্ঞাপনের ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।
৫) কোনও ঋণ অ্যাপের ইনস্টলেশনের সময় সতর্ক থাকুন। যদি অ্যাপটি ফটো গ্যালারি এবং আপনার কন্টাক্ট লিস্টের অ্যাক্সেসের অনুমতি চায় তবে এটি আনইনস্টল করুন।
৬) ব্যাঙ্কের থেকে বা এনবিএফসি এর ওয়েবসাইট থেকে অ্যাপটির সত্যতা যাচাই করুন।
৭) একটি লোন অ্যাপ ইনস্টল করার আগে নিশ্চিত করুন যে এটির সাথে একটি ব্যাঙ্ক , এনবিএফসি বা আরবিআই দ্বারা স্বীকৃত বা অংশীদারিত্ব রয়েছে।
৮) আপনার ব্যক্তিগত নথি বা তথ্য় শেয়ার করার আগে অ্যাপটি সম্পর্কে ভালো করে যাচাই করুন।