অভিনব! শনিবার জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়ে কলকাতার পুজোর ‘জঙ্গলকন্যা’ থিম উদ্বোধন। রামমোহন সম্মলিনীর (Rammohan Sammilani) এবারের দুর্গাপুজোর থিম জঙ্গলকন্যাদের জীবন, শিল্প, সংস্কৃতি,ঐতিহ্য। ব্র্যান্ড অ্যামবাস্যাডর মন্ত্রী বীরবাহা হাঁসদা।
ঝাড়গ্রাম রবীন্দ্র পার্কে ধামসা মাদল সহ চিরাচরিত আবহে আন্তরিক বর্ণময় অনুষ্ঠান হল। ছিলেন বীরবাহা হাঁসদা, বিধায়ক দেবনাথ হাঁসদা, উমা সোরেনসহ বিধায়ক, পঞ্চায়েত, পুরপ্রতিনিধি ও ঝাড়গ্রামের বিশিষ্ট শিক্ষক, গবেষক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু হয়। জঙ্গলমহলের মাটি ও চারগাছ পুজোকমিটির হাতে তুলে দেন বীরবাহা। থিমের উদ্বোধনও হয় স্থানীয় শিল্পীদের নাচগানের মধ্যে দিয়ে।
আরও পড়ুন: স্তম্ভের সিংহ হিংস্রতর হল অতঃপর কী দাঁড়াল!
রামমোহন সম্মিলনীর (Rammohan Sammilani) তরফে ছিলেন কুণাল ঘোষ, শ্যামল দত্ত, অনির্বাণ সেনগুপ্ত, শৈলেন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। তাঁরা জঙ্গলমহল ও কলকাতার সেতুবন্ধনে জোর দেন। ঠিক হয়েছে চতুর্থীর দিন কলকাতায় এই পুজোর উদ্বোধন করবেন বীরবাহা। ঝাড়গ্রামের শিল্পী ও নাগরিকরাও যাবেন কলকাতা। এইভাবে পুজোর থিম একেবারে বিষয়বস্তুর উৎসস্থলে গিয়ে উদ্বোধন নজিরবিহীন। কলকাতার পুজোকে ঘিরে ঝাড়গ্রামও আবেগতাড়িত।