সংবাদদাতা, বনগাঁ : সীমান্তের সশস্ত্র বাহিনীর সেনাদের সম্মান জানাতে পেট্রাপোল সীমান্ত (Petrapole Border) থেকে পাঞ্জাবের ওয়াঘা সীমান্তের উদ্দেশে রওনা দিল কলকাতা রয়্যাল রাইডার্স ক্লাবের সদস্যরা। পেট্রাপোল সীমান্তের (Petrapole Border) কমান্ডার ইন চিফ-এর বিশেষ বার্তা এই গ্রুপের সদস্যরা পৌঁছে দেবেন ওয়াঘা সীমান্তের কমান্ডার ইন চিফ-এর কাছে। এই রাইডার্স গ্রুপের বেশিরভাগ সদস্যই পঞ্চাশোর্ধ্ব। সীমান্তে সশস্ত্র বাহিনীর জন্য দিনরাত এক করে দেশের নাগরিকদের সুরক্ষা তাদের কর্তব্য পালন করে চলেছে। সেই সমস্ত সেনাদের সম্মান জানাতে কলকাতার রাইডার্স ক্লাবের এই অভিনব উদ্যোগ। এই রয়েল রাইডার্স ক্লাবের সদস্যরা সারা বছর বিভিন্ন রকমের সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেদেরকে নিয়োজিত রাখে। এর পাশাপাশি একাধিক সামাজিক বার্তা নিয়ে দেশের বড় বড় ২১টি শহরের উপর দিয়ে এই গ্রুপের সদস্যরা যাত্রা করবেন।
আরও পড়ুন: হনুমান জুটমিল খুলছে