বেলাইন কলকাতা-সম্বলপুরগামী ট্রেন

আপাতত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এদিনের ঘটনার ফলে পরবর্তী ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হচ্ছে।

Must read

গত কয়েক বছরে একাধিক বড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ওড়িশা (Orissa)। মৃত্যু হয়েছে একাধিক। আজ, বৃহস্পতিবার ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেল। আজ সকালে বেলাইন হয়ে যায় কলকাতা-সম্বলপুরগামী ট্রেন। যদিও হতাহতের কোনও খবর নেই। আপাতত দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল কর্মীরা। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে সকাল ৯:১৫ নাগাদ যাত্রীবাহী ট্রেনের একটি বগি হঠাৎ লাইন থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, ট্রেনের সকল যাত্রী অক্ষত আছেন।

আরও পড়ুন-সমাজ উন্নয়নে রাজ্যের কাজে খুশি ইউনিসেফের প্রতিনিধিরা

চলতি বছর মার্চে কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়া ঢোকার পর কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে। আজকের ঘটনাতেও বড় ক্ষতির আশঙ্কা করেছিলেন যাত্রীরা। আতঙ্কে বহু মানুষ চিৎকার শুরু করেন। কিন্তু ঠিক কী করে দুর্ঘটনা হল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাটি ওড়িশায় রেলওয়ে পরিকাঠামো এবং যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। আপাতত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এদিনের ঘটনার ফলে পরবর্তী ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হচ্ছে।

Latest article