প্রতিবেদন: বিরোধীদের যাবতীয় চক্রান্ত ভেস্তে দিয়ে শান্তিপূর্ণভাবেই শেষ হল কলকাতা পুরভোট। রবিবার প্রকৃত অর্থেই এক অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হল মহানগরী। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল— শীতের নরম রোদ গায়ে মেখে উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করলেন সব বয়সের মানুষ।
আরও পড়ুন-রাজনীতির হিমঘরে বিজেপি
অশান্তি পাকানোর চেষ্টায় অবশ্য মোটেই খামতি ছিল না বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএমের। হয়তো অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দুঃস্বপ্ন দেখে নিছক অস্তিত্বরক্ষার তাগিদেই। অসত্য অভিযোগ এনে, পুলিশের সঙ্গে অযথা তর্ক জুড়ে দিয়ে, এমনকী বুথের মধ্যে ধাক্কাধাক্কি করে সেই গন্ডগোল রাস্তায় টেনে এনে নির্বাচন প্রক্রিয়া বানচাল করতে চেষ্টা করেছে তারা। বোমাবাজিও করেছে। এককথায়, সাধারণ ভোটাররা যাতে ভীতসন্ত্রস্ত হয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারেন, তার জন্য যাবতীয় অপচেষ্টা চালিয়েছে বিরোধীশক্তি।
আরও পড়ুন-‘লক্ষ্য’ ভেদ করে কীর্তি শ্রীকান্তের
কিন্তু তবুও থমকে দাঁড়াননি সাধারণ মানুষ। বরং বিরোধীদের অপচেষ্টার তীব্র নিন্দে করে সমবেতভাবে তা রুখে দিয়েছেন তাঁরা। ভোটও দিয়েছেন, শীতের বেলায় চুটিয়ে আড্ডাও দিয়েছেন। মেতেছেন আনন্দে। কোনও বিশেষ উৎসবের দিন উপভোগের পরিকল্পনা যেমন আগে থেকেই করে নেন অনেকে, ঠিক তেমনই ভোট-উৎসব উপভোগের আয়োজনও আগে থেকেই সেরে রেখেছিলেন বহু গৃহস্থ। সপরিবারে, সদলবলে। অনেককে ভোট দিয়ে বেরিয়ে কাছেই পরিচিতদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠতে দেখা গেল। বিকেল অবধি উত্তর, মধ্য, দক্ষিণে একই ছবি। মহিলা এবং নতুন ভোটারদের উদ্দীপনা চোখে পড়ার মতো। বিরোধীদের বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিক্রিয়ায় তাঁদের চোখেমুখে শুধুই একরাশ বিরক্তি আর উপেক্ষা।