সুখবর। কিছুদিন বন্ধ থাকার পর আবার কলকাতায় আসছে পদ্মার ইলিশ। ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ইলিশ আমদানি করা হবে বলে জানা গিয়েছে। প্রথম দফা ঢুকছে দু’একদিনের মধ্যেই। আসার কথা ৩৫০০ মেট্রিক টন। তবে আপাতত আসছে ৫০০ থেকে ১০০০ মেট্রিক টন ইলিশ।
আরও পড়ুন-ফের বৃষ্টিতে ভিজল শহর
এর আগেও কথা ছিল সব মিলিয়ে ৪৬০০ মেট্রিক টন ইলিশ আসবে ঢাকা থেকে। কিন্তু বাস্তবে এসেছে ১০৮০ মেট্রিক টন। কিন্তু বর্ষায় ডিম পাড়ার সময় বলে ইলিশ ধরা বন্ধ হয়ে যায় বাংলাদেশে। যাই হোক, মাসখানেক বন্ধ থাকার পর আবার ইলিশ আসার খবরে স্বাভাবিকভাবেই খুশি এ-পারের মানুষ। কালীপুজো এবং ভাইফোঁটায় পাতে ইলিশ পড়ার অপেক্ষায় বাঙালি।