বাসের উইন্ডস্ক্রিনে রুট লেখা বোর্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ

কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police) বেসরকারি বাস নিয়ে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে।

Must read

কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police) বেসরকারি বাস নিয়ে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে। বাসের উইন্ডস্ক্রিনের বাঁদিকে থাকা বোর্ডগুলি সরিয়ে ফেলতে হবে। উইন্ডস্ক্রিনের বাঁদিকে রুট লেখা বোর্ড থাকলে চালকরা গাড়ি বা কোনও দৃশ্য দেখতে পান না ঠিক করে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই বোর্ড সরিয়ে ফেলার জন্য বাসগুলিকে নির্দেশ দিল কলকাতা ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন-কুয়ো থেকে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

শ্যামবাজার ও বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের পুলিশ এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। নির্দেশ অমান্য করলে ৫০০ টাকা করে জরিমানা করা হচ্ছে। একাধিকবার নিয়ম লঙ্ঘন করলে ১০০০ টাকা জরিমানা করা হচ্ছে। শ্যামবাজার ট্রাফিক গার্ডে গত সপ্তাহে এই সংক্রান্ত ১২টি মামলা রুজু হয়েছে। মোটর ভেহিকেল আইনের ১২৫ ধারায় মামলা রুজু করা হচ্ছে বেসরকারি বাসের বিরুদ্ধে। যদিও নির্দেশ পাওয়ার পরে রুট লেখা বোর্ডগুলি সরিয়ে ফেলতে তৎপর হয়েছেন বেসরকারি বাস মালিকরা।

আরও পড়ুন-বার্ড ফ্লু আতঙ্কে অসম, মুরগি নেওয়া বন্ধ

একজন বেসরকারি বাস সংগঠনের নেতা জানিয়েছেন, ‘আমরা বাস চালকদের বোর্ডগুলি সরানোর জন্য পর্যাপ্ত সময় দিয়েছি। লুকিং গ্লাসের নীচে বোর্ডগুলি ঝুলিয়ে রাখতে বলা হয়েছে। তবে সামনের উইন্ডস্ক্রিন ঢেকে রাখা যাবে না।’

Latest article