মুম্বই : বছরখানেক আগে চার বছরের ছোট্ট শেখ শাহিদের ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছোট্ট ছেলেটির ব্যাট করার ভঙ্গিমা দেখে কেভিন পিটারসেন থেকে সদ্যপ্রয়াত শ্যেন ওয়ার্ন— প্রত্যেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। শাহিদের বয়স পাঁচে পড়েছে। কলকাতার খুদে ও তার পরিবারের সম্প্রতি স্বপ্নপূরণও হয়েছে। শচীন তেন্ডুলকরই (Sachin Tendulkar) রোল মডেল শাহিদের। আর মুম্বই শহরে কিংবদন্তির অ্যাকাডেমিতেই পাঁচ দিন ট্রেনিং করার সুযোগ পেয়েছে কলকাতার খুদে প্রতিভা। শচীনের সামনেই মুম্বইয়ে নেটে ব্যাট করেছে শাহিদ। তাকে উৎসাহ দেওয়া ছাড়াও টিপস দিয়েছেন মাস্টার ব্লাস্টার (Sachin Tendulkar)। শাহিদের বাবা শেখ সামশের বলেছেন, ‘‘আমার ছেলের রোল মডেল শচীন স্যর। ওর স্বপ্ন ছিল স্যরের সঙ্গে দেখা করবে। কিন্তু শাহিদের জন্য যা করেছেন শচীন স্যর, তার জন্য ধন্যবাদও কম পড়বে।’’
শাহিদের বাবা আরও বলেন, ‘‘ছেলের ব্যাটিং ভিডিও আমি ট্যুইটারে আপলোড করার পর অস্ট্রেলিয়ার ফক্স ক্রিকেট শচীন তেন্ডুলকর, মাইকেল ভন, শ্যেন ওয়ার্নকে ট্যাগ করে। সেটা দেখেই আমাদের সঙ্গে যোগাযোগ করে শচীনের টিম।’’