নিউ ইয়র্ক, ২৯ ডিসেম্বর : ফের বিশ্ব দাবায় দাপট এক ভারতীয় দাবাড়ুর! বিশ্ব র্যাপিড দাবায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন ভারতের কোনেরু হাম্পি (Koneru Humpy)। টুর্নামেন্টের শেষ রাউন্ডে আইরিন সুকন্দরকে হারিয়ে প্রথম ভারতীয় দাবাড়ু হিসাবে দ্বিতীয়বার বিশ্ব র্যাপিড দাবার খেতাব জিততেন হাম্পি। এর আগে ২০১৯ সালেও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
কিছুদিন আগেই চিনা গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে হারিয়ে ক্লাসিক্যাল দাবায় নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৮ বছর বয়সী ডি গুকেশ। বিশ্ব দাবায় ভারতীয় দাবাড়ুদের সেই আধিপত্য বজায় রাখলেন হাম্পিও (Koneru Humpy)। শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় মহিলা দাবাড়ু হিসাবে একাধিকবার বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ৩৭ বছর বয়সী হাম্পি। এর আগে এই কৃতিত্ব ছিল একমাত্র চিনা গ্র্যান্ডমাস্টার জু ওয়েন জুনের।
আরও পড়ুন- ‘চুম্বকে’ সালতামামি: বছরভর কী পেয়েছি কী পাইনি
নিউ ইয়র্কে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ রাউন্ডে আইরিনের বিরুদ্ধে জিততেই হত হাম্পিকে। কালো ঘুঁটি নিয়ে খেলা ভারতীয় গ্র্যান্ডমাস্টার নিরাশ করেননি। শেষ পর্যন্ত ৮.৫ পয়েন্ট নিয়ে খেতাব পকেটে পোরেন হাম্পি। ২০১২ সালে প্রথমবার এই টুর্নামেন্টে খেলে তৃতীয় হয়েছিলেন হাম্পি। এরপর ২০১৯ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হন। ২০২৩ সালে অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল হাম্পির। সেবার রুশ দাবাড়ু আনাস্তাসিয়া বোডনারুকের কাছে টাইব্রেকারে হেরে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। এবার সেই আফসোস সুদে-আসলে মিটিয়ে নিলেন চ্যাম্পিয়ন হয়ে।
এদিকে, ছেলেদের বিভাগে খেতাব জিতেছেন রাশিয়ার ভোলোদার মুজিন। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ভারতের অর্জুন এরিগাইসির সামনেও। কিন্তু আরেক রুশ দাবাড়ু আলেকজান্ডার গ্রিসুকের কাছে হেরে সেই সুযোগ তিনি হাতছাড়া করেন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…